ICMR on COVID: দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না করোনার তৃতীয় ঢেউ, দাবি আইসিএমআর-এর
দ্বিতীয় ঢেউয়ের (Second Wave) মতো মারাত্মক হবে না করোনার তৃতীয় ঢেউ (Third Wave)। তৃতীয় ঢেউ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে টিকাকরণ, এমনই দাবি করা হল আইসিএমআরের (ICMR) তরফে। এখনও পর্যন্ত ১০ রাজ্যে মিলেছে করোনার 'ডেল্টা প্লাস' ভ্যারিয়েন্ট, যা থেকে বলা যায় না করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। করোনার 'ডেল্টা প্লাস' ভ্যারিয়েন্ট, ডেল্টার থেকে ভয়ানক – এমন প্রমাণও মেলেনি, দাবি আইসিএমআরের এপিডেমিওলজি বিভাগের প্রধানের।
এদিকে, কলকাতা থেকে জেলা ভ্যাকসিন পেতে ফের দুর্ভোগ। কোথাও রাত থেকে লাইন দিয়েও মিলল না ভ্যাকসিন। কোথাও আবার নিয়ম বহির্ভূতভাবে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন।



















