Dakshineswar Metro: ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কটাক্ষ তৃণমূলের
বিধানসভা ভোটের আগে কলকাতা মেট্রোর নোয়াপাড়া-দক্ষিণেশ্বর শাখার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সোমবার চুঁচুড়ার ডানলপ ময়দানের সভামঞ্চ থেকে ভার্চুয়ালে উদ্বোধন করেন মোদি। বর্ধিত রুটের জন্য লাগবে না অতিরিক্ত ভাড়া। মেট্রোর সর্বাধিক ভাড়া ২৫ টাকা। মঙ্গলবার থেকেই যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে স্টেশন। প্রসঙ্গত, সোমবার উদ্বোধনের আগে প্রস্তুতি খতিয়ে দেখেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। প্রধানমন্ত্রীর সরকারী অনুষ্ঠানে আমন্ত্রিত থাকলেও আসেননি মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর হাতে মেট্রো উদ্বোধনের সময় ফেসবুকে বাম বিধায়ক মানস মুখোপাধ্যায় (Manas Mukherjee) কটাক্ষ করে লেখেন, এই মেট্রো প্রকল্প রূপায়নে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে দমদমের তৎকালীন সাংসদ অমিতাভ নন্দীর। আবার তৃণমূলের কটাক্ষ, মেট্রো প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর পরিকল্পনা বাস্তবায়িত হলেও ফিতে কাটছেন প্রধানমন্ত্রী।