আনলক-৫: শর্তসাপেক্ষে ১৫ অক্টোবর থেকে স্কুল-সিনেমা হল খুলতে কেন্দ্রের সম্মতি
করোনা মোকাবিলায় কাল থেকে শুরু আনলক ৫। ১৫ অক্টোবর থেকে শর্তসাপেক্ষে বিনোদনে ছাড় কেন্দ্রের। ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলতে পারবে সিনেমা হল। ১৫ অক্টোবর থেকে শর্তসাপেক্ষে খোলা যাবে বিনোদন পার্ক। প্রশিক্ষণের জন্য স্বাস্থ্য বিধি মেনে খোলা যাবে সুইমিং পুল। কী কী বিধি মেনে ছাড়? পরে ঘোষণা করবে স্বরাষ্ট্রমন্ত্রক। ১৫ অক্টোবর থেকে খোলা যাবে স্কুল, কোচিং সেন্টার। স্কুল, কোচিং সেন্টার খোলা নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। স্কুলে ছাত্রী-ছাত্রীদের যেতে লাগবে অভিভাবকের অনুমতি। সামাজিক, রাজনৈতিক কর্মসূচিতে সর্বোচ্চ ১০০জনে ছাড়। ঘেরা জায়গায় অনুষ্ঠান হলে থাকতে পারবেন ২০০জন। কনটেনমেন্ট জোনে ৩১ অক্টোবর পর্যন্ত বহাল লকডাউন। কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউনে লাগবে কেন্দ্রের অনুমতি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)