Suzuki Two Wheeler: ১ মাসেই ১ লাখ ইউনিট বিক্রি, বাজারে তুমুল চাহিদা এই কোম্পানির বাইক-স্কুটারের
Suzuki Bikes: ২০২৩ সালের জুলাইতে যেখানে সুজুকি এক বছরে বিক্রি করেছিল ১ লাখ ৭ হাজার ৮৩৬ ইউনিট বাইক, সেখানে ২০২৪ সালে শুধু জুলাইতেই এই বিক্রির সংখ্যাটা বেড়েছে ৮ শতাংশ।
![Suzuki Two Wheeler: ১ মাসেই ১ লাখ ইউনিট বিক্রি, বাজারে তুমুল চাহিদা এই কোম্পানির বাইক-স্কুটারের Bike News Suzuki Bike Sales Report 1 Lakh Unit Sold in July 2024 New Record Suzuki Two Wheeler: ১ মাসেই ১ লাখ ইউনিট বিক্রি, বাজারে তুমুল চাহিদা এই কোম্পানির বাইক-স্কুটারের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/03/9efe98dc4c2a3a6063d42f46bbd0620b1722683063476900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Bike News: জাপানি দু-চাকার গাড়ি নির্মাতা সংস্থা সুজুকি মোটরস কর্পোরেশন দু-চাকার গাড়ির সেগমেন্টে এক নয়া রেকর্ড করে ফেলেছে। এক মাসের বিক্রির নিরিখে এই সংস্থা গড়েছে নতুন রেকর্ড। আগের মাসে অর্থাৎ ২০২৪ সালের জুলাইতে এক লক্ষ ইউনিট বিক্রি (Bestseller Bike) হয়েছে এই সুজুকির। ২০২৩ সালের জুলাইয়ের বিক্রির সংখ্যা থেকে এই বছরের বিক্রির সংখ্যা ৮ শতাংশ বেড়ে গিয়েছে।
এক মাসে এক লক্ষেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে
২০২৩ সালের জুলাইতে যেখানে সুজুকি এক বছরে বিক্রি করেছিল ১ লাখ ৭ হাজার ৮৩৬ ইউনিট বাইক, সেখানে ২০২৪ সালে শুধু জুলাইতেই এই বিক্রির সংখ্যাটা বেড়েছে ৮ শতাংশ। সুজুকি মোটরসাইকেলের ভারত জুড়ে শুধু ডোমেস্টিক বাজারে বিক্রির কথা বললে এক মাসে এক লক্ষ ইউনিট বাইক বিক্রির লক্ষ্যমাত্রা পেরিয়ে গিয়েছে এই সংস্থার। ২০২৩ সালে জুলাই মাসে যেখানে সুজুকি বিক্রি করেছিল ৮০ হাজার ৩০৯টি বাইক, সেখানে এই বছরের পরিসংখ্যান খুবই ভাল। ডোমেস্টিক সেলসে ২০ শতাংশ বেশি মুনাফা এসেছে সংস্থার কাছে।
তবে সুজুকি ইন্ডিয়া দু-চাকার গাড়ির রফতানির দিক থেকে খুব একটা ভাল পারফর্ম করতে পারেনি সুজুকি ইন্ডিয়া। ২০২৩ সালের জুলাই মাসে সুজুকি ২৭ হাজার ৫২৭ ইউনিট বাইক বিদেশের বাজারে রফতানি করেছিল, সেখানে এই বছর ২০২৪ সালের জুলাইতে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে ১৬,১১২ ইউনিটে।
রিকল ইস্যু করেছে সুজুকি
প্রায় ৪ লক্ষ গাড়ির জন্য রি-কল ইস্যু করেছে সুজুকি মোটরস ইন্ডিয়া। কারণ এই সমস্ত স্কুটারে কিছু ত্রুটি রয়ে গিয়েছে। স্টোর থেকে এই ধরনের গাড়িগুলি চেয়ে পাঠিয়েছে সংস্থা যা কিনা ২০২২ সালের ৩০ এপ্রিল থেকে ৩ ডিসেম্বরের মধ্যে তৈরি হয়েছিল। এই ধরনের সুজুকির গাড়ির নাম নথিভুক্ত রয়েছে অ্যাক্সেস ১২৫, বার্গম্যান স্ট্রিট ১২৫, অ্যাভেনিস ১২৫ ইত্যাদি গাড়ির তালিকাতেও।
ইয়েজডি মোটরস (Yezdi 2024 Adventure Bike) এবার তাদের নয়া মডেল লঞ্চ করেছে ভারতে। ৩১ জুলাই বাজারে এসেছে ইয়েজডির এই মোটরসাইকেল। এই বাইকের টিজার আগেই বেরিয়েছে যেখানে দেখা গিয়েছিল একটা নতুন ইঞ্জিনও এই বাইকে জুড়ে গিয়েছে। ইয়েজডি অ্যাডভেঞ্চার মডেল আগেই বাজারে উপলব্ধ ছিল, তবে এবারে এই মডেলের একটি নতুন ভার্সন নিয়ে এসেছে সংস্থা।
আরও পড়ুন; Upcoming SUV: এই মাসেই বাজারেই আসবে ৬টি দুর্ধর্ষ SUV- যেমন লুক, তেমনই ফিচার্স
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)