Train Derailed:লাইন থেকে ছিটকে বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস, ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যুর তথ্য প্রকাশ রেলের!
Kamakhya Express Train Derailed: সূত্রের খবর, কটক ছাড়ার পর লাইনচ্যুত বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেসের ১টি বগি।

নয়া দিল্লি: ফের লাইনচ্যুত এক্সপ্রেস। আবারও ওড়িশা। বেলাইন বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস। মৃত ১, আহত ৭, মৃত্যু বাঙালি রেলযাত্রীর। মৃত আলিপুরদুয়ারের বাসিন্দা শুভঙ্কর রায়
সূত্রের খবর, কটক ছাড়ার পর লাইনচ্যুত বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেসের ১টি বগি। লাইনচ্যুত বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস। চৌদ্বার এলাকার মাঙ্গুলির যাত্রীবাহী স্টপের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।বার বার কেন বেলাইন ট্রেন? ফের প্রশ্নের মুখে রেলের সুরক্ষা। সংবাদ সংস্থা আইএএনএস- প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
#BREAKING: The 12551 SMVT Bengaluru-Kamakhya AC Express derailed at Manguli near Cuttack in Khurda division. Several coaches went off track, but no casualties or injuries have been reported so far. Authorities are assessing the situation pic.twitter.com/k7MpJo0wye
— IANS (@ians_india) March 30, 2025
ওড়িশায় ১টা ৫৪ নাগাদ নেরগুন্ডি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি বগি। দুর্ঘটনার খবর মিলতেই সেখানে পৌঁছন ইস্টকোস্ট রেলওয়ের জেনারেল ম্যানেজার, খুড়দা রোডের ডিআরএম সহ রেলের একাধিক শীর্ষকর্তা। দুর্ঘটনাস্থলে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ও মেডিক্যাল রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। লাইন না বগিতে সমস্যার কারণে দুর্ঘটনা ঘটেছে খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে রেলের তরফে।
ভারতীয় রেলওয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮.৫৫ মিনিটে এসএমভিটি বেঙ্গালুরে স্টেশন থেকে ১২৫৫১ ট্রেনটি যাত্রা করে। ট্রেনটি শনিবার রাত ১০.২২ মিনিটে বিজয়ওয়াড়া এবং আজ সকাল ১১.০২ মিনিটে ভুবনেশ্বরে পৌঁছয়। ওয়েবসাইটের তথ্য অনুসারে, ট্রেনটি সকাল ১১.৪৩ মিনিটে কটক রেলওয়ে স্টেশন থেকে তার যাত্রা শুরু করে। কটক থেকে এগিয়ে যাওয়ার পর, ট্রেনটি কেন্দ্রাপাড়া রেলওয়ে স্টেশন পেরনোর আগেই লাইনচ্যুত হয়।
এখনও টাটকা স্মৃতি বালেশ্বরে ঘটে যাওয়া করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। সেই সময় ঘণ্টায় প্রায় ১২৮ কিলোমিটার গতিতে আসা করমণ্ডল এক্সপ্রেস, আচমকা ধাক্কায় খেলনা গাড়ির মতো দুমড়ে মুচড়ে যায়। করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির বগির ওপরে। আবার করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ধাক্কা মেরেছিল বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসে। করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত কামরার ধাক্কায়, যশবন্তপুর এক্সপ্রসের দুটি কামরা ছিটকে গিয়ে পড়ে পাশের নয়ানজুলিতে। তবে এই দুর্ঘটনায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
