HDFC Bank: ফিক্সড ডিপোজিটে ফের সুদ বাড়াল এইচডিএফসি,জেনে নিন নতুন হার
FD: রিজার্ভ ব্য়াঙ্ক রেপো রেট বৃদ্ধির পরই ফের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল HDFC Bank। ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের (FD) সুদের হার বাড়িয়েছে ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক।
![HDFC Bank: ফিক্সড ডিপোজিটে ফের সুদ বাড়াল এইচডিএফসি,জেনে নিন নতুন হার hdfc-bank-raises-fd-interest-rates-by-up-to-50-bps-check-latest-rates HDFC Bank: ফিক্সড ডিপোজিটে ফের সুদ বাড়াল এইচডিএফসি,জেনে নিন নতুন হার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/16/63d238afef55271d573e8ca0a52fa99e1671179090119394_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
FD Interest: রিজার্ভ ব্য়াঙ্ক রেপো রেট বৃদ্ধির পরই ফের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল HDFC Bank। বর্তমানে ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের (FD) সুদের হার বাড়িয়েছে ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক। এই নতুন হার ১৪ ডিসেম্বর থেকে কার্যকর করা হয়েছে। আপাপত ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে মেয়াদে সাধারণ জনগণের জন্য ৩ শতাংশ থেকে ৭ শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশের মধ্যে সুদ দেবে এই ব্যাঙ্ক।
HDFC Bank: কত বাড়ল সুদের হার ?
এইচডিএফসি ব্যাঙ্ক পরবর্তী 7থেকে 29 দিনের আমানতের ওপর 3 শতাংশ সুদের হার অফার করে। বাকি 30 থেকে 45 দিনের মধ্যে আমানতের ওপর 3.50 শতাংশ সুদ দেবে ব্যাঙ্ক ৷ 46 থেকে 89 দিনের মধ্যে স্থায়ী আমানতে এখন 4.5 শতাংশ সুদের হার পাবেন আমানতকারী। পাশাপাশি 6 মাস 1 দিন থেকে 9 মাসের মধ্যে আমানতের ওপর, ব্যাঙ্ক সুদের হার 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.75 শতাংশ করেছে। এটি 9 মাস 1 দিন থেকে 1 বছরের আমানতের জন্য সুদের হার 50 bps বাড়িয়ে 6 শতাংশ করেছে৷
14 ডিসেম্বর থেকে কার্যকর HDFC ব্যাঙ্কে (বার্ষিক) 2 কোটি টাকার নিচে স্থায়ী আমানতের সংশোধিত সুদের হারগুলি দেবেন:
7 দিন থেকে 14 দিন: সাধারণ জনগণের জন্য - 3.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 3.50 শতাংশ
15 দিন থেকে 29 দিন: সাধারণ জনগণের জন্য - 3.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 3.50 শতাংশ
30 দিন থেকে 45 দিন: সাধারণ জনগণের জন্য - 3.50 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 4.00 শতাংশ
46 দিন থেকে 60 দিন: সাধারণ জনগণের জন্য - 4.50 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 5.00 শতাংশ
61 দিন থেকে 89 দিন: সাধারণ জনগণের জন্য - 4.50 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 5.00 শতাংশ
90 দিন থেকে 6 মাসের কম: সাধারণ জনগণের জন্য - 4.50 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 5.00 শতাংশ
6 মাস 1 দিন থেকে 9 মাসের কম: সাধারণ জনগণের জন্য - 5.75 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 6.25 শতাংশ
9 মাস 1 দিন থেকে 1 বছরের কম: সাধারণ জনগণের জন্য - 6.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 6.50 শতাংশ
1 বছর থেকে 15 মাসের কম: সাধারণ জনগণের জন্য - 6.50 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.00 শতাংশ
15 মাস থেকে 18 মাসের কম: সাধারণ জনগণের জন্য - 7.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.50 শতাংশ
18 মাস থেকে 21 মাসের কম: সাধারণ জনগণের জন্য - 7.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.50 শতাংশ
21 মাস থেকে 2 বছর: সাধারণ জনগণের জন্য - 7.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.50 শতাংশ
2 বছর 1 দিন থেকে 3 বছর: সাধারণ জনগণের জন্য - 7.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.50 শতাংশ
3 বছরের ঊর্ধ্বে 1 দিন থেকে 5 বছর: সাধারণ জনগণের জন্য - 7.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.50 শতাংশ
5 বছর 1 দিন থেকে 10 বছর: সাধারণ জনগণের জন্য - 7.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.50 শতাংশ।
পরিসংখ্যান বলছে, চলতি বছরে টানা পাঁচবার রেপো রেট বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। মূদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য RBI এর MPC এই বছর মোট পলিসি রেট 225 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট 35 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। রেপো রেট হল সেই সুদের হার যেখানে আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দিয়ে থাকে।
আরও পড়ুন : GST on Gutkha-Pan Masala: গুটখা-পান মশলার দাম বাড়বে, বসবে ৩৮ শতাংশ বিশেষ কর !
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)