Bank Holiday: ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্ক ? ছুটির তালিকা না দেখলে সমস্যায় পড়বেন
Bank Holiday 2025: গতকাল ১১ জানুয়ারি শনিবার মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে সারা দেশেই বন্ধ ছিল ব্যাঙ্ক। এরপরে আবার কবে খুলবে ব্যাঙ্ক দেখে নিন এক নজরে।

Holiday List: দেশের ব্যাঙ্কগুলিতে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়। আজ রবিবার, সারা দেশে ব্যাঙ্কে সাধারণ ছুটি। কিন্তু কাল থেকেই আবার কর্মদিবস শুরু (Holiday List) হবে এবং লক্ষ লক্ষ গ্রাহক তাদের কাজের জন্য ব্যাঙ্কের শাখায় উপস্থিত হবেন। কিন্তু ব্যাঙ্কে (Bank Holiday List 2025) ছুটি থাকলে কোনো কাজই আর হবে না। তাই আপনার শহরে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক তা আগে থেকে জেনে রাখা দরকার, তাহলে সেই মত পরিকল্পনা করে কাজ সেরে নেওয়ার সুযোগ থাকে।
গতকাল ১১ জানুয়ারি শনিবার মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে সারা দেশেই বন্ধ ছিল ব্যাঙ্ক। এরপরে আবার কবে খুলবে ব্যাঙ্ক দেখে নিন এক নজরে।
১৫ জানুয়ারি পর্যন্ত কবে কোথায় ছুটি রয়েছে ব্যাঙ্কে
১২ জানুয়ারি – রবিবার হওয়ার কারণে সারা দেশে ব্যাঙ্কে সাধারণ ছুটি রয়েছে। এছাড়াও এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিবস হিসেবেও জাতীয় ছুটি রয়েছে।
১৩ জানুয়ারি – লোহরি উৎসব উপলক্ষ্যে পঞ্জাব সহ পার্শ্ববর্তী এলাকায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৪ জানুয়ারি – মকর সংক্রান্তি এবং পোঙ্গল উৎসবের দরুণ তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৫ জানুয়ারি – তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসমে এদিন ব্যাঙ্ককর্মীদের ছুটি রয়েছে। মূলত তিরুবল্লবুর দিবস, মাঘ বিহু, টুসু দিবস এবং বাংলার মকর সংক্রান্তি উপলক্ষ্যে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
এই মাসে আরও কবে ছুটি
১৬ জানুয়ারি – উজ্জবর তিরুনল উৎসবের দরুণ ব্যাঙ্ক ছুটি দক্ষিণ ভারতে।
১৯ জানুয়ারি – এদিন রবিবার। তাই সারা দেশেই ব্যাঙ্ককর্মীদের সাধারণ ছুটি রয়েছে।
২৩ জানুয়ারি – নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে সারা দেশে এদিন জাতীয় ছুটি ঘোষণা হয়েছে।
২৫ জানুয়ারি – চতুর্থ শনিবার হিসেবে ব্যাঙ্ক বন্ধ
২৬ জানুয়ারি – সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে এদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
৩০ জানুয়ারি – সোনম লোসর উৎসবের জন্য নির্দিষ্ট কিছু কিছু অংশে বন্ধ থাকবে ব্যাঙ্ক
মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে
এই ছুটির দিনগুলিতে চালু থাকবে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা। ব্যাঙ্কের শাখায় গিয়ে কোনো কাজ না হলেও ঘরে বসে ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে আপনার জরুরি কাজ সেরে নিতে পারবেন। এছাড়া কাজ করবে ইউপিআই পরিষেবাও। ফলে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আপনাকে।
আরও পড়ুন: Mahakumbh 2025: কুম্ভমেলায় বিপদ থেকে বাঁচাবে সুরক্ষা বিমা, পাবেন মাত্র ৫৯ টাকায়; কী কী সুবিধে ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
