Recruitment Scam: অয়ন শীলের সংস্থার মাধ্যমেই ১৭টি পুরসভায় ১৮০০-র বেশি চাকরি, হাইকোর্টে দাবি সিবিআইয়ের
CBI: এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে সামনে রেখেই নিয়োগে করা হয়েছে দুর্নীতি !
সৌভিক মজুমদার, দীপক ঘোষ ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা : অয়ন শীলের সংস্থার মাধ্যমেই ১৭টি পুরসভায় ১৮০০-র বেশি চাকরি হয়েছিল। হাইকোর্টে দাবি করল সিবিআই। এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে সামনে রেখেই অবাধে দুর্নীতি হয়েছে। প্রাথমিকে নিয়োগে দুর্নীতি নিয়ে বিচারপতি সিন্হার কাছে মুখবন্ধ খামে রিপোর্ট দিল তারা। প্রাথমিকে নিয়োগ মামলায় হাইকোর্টে রিপোর্ট দিল ইডি-ও।
১৭টি পুরসভায় অয়ন শীলের সংস্থার মাধ্যমে ১ হাজার ৮২৯ জনের অবৈধ নিয়োগ ! এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে সামনে রেখেই নিয়োগে করা হয়েছে দুর্নীতি ! প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় আদালতে রিপোর্ট জমা দিয়ে দাবি করল CBI।বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে রিপোর্ট জমা দিল আরেক কেন্দ্রীয় এজেন্সি ED-ও।
প্রাথমিক নিয়োগ-দুর্নীতি মামলায় মঙ্গলবার আদালতে CBI জানিয়েছে, এস বসু রায় অ্যান্ড কোম্পানি ২০২২ পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্টদের ফার্ম হিসেবে নথিবদ্ধ ছিল। তারপরেই বেশ কিছু বিষয় এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়। এই কোম্পানিকে সামনে রেখে দুর্নীতি চলছিল। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, বোর্ডের কর্মীরাও এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল।
বেআইনিভাবে নথি নষ্ট করা হয়েছে। এর আগে ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম, পার্থ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, বিধাননগর মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল CBI। এর পাশাপাশি, কোচবিহারের বাসিন্দা সজল কর, পাটুলির বাসিন্দা সৌরভ ঘোষ এবং মহিদুল আনসারির বাড়িতেও তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। সেকথাও এদিন বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে জানায় CBI। ১৭ টি পুরসভার অয়ন শীলের সংস্থার মাধ্যমে প্রায় ১৮২৯ জনের অবৈধ নিয়োগ হয়েছে। জেল গিয়ে অয়ন শীলকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, আদালতে বলে CBI।
আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সিবিআই বলেছে। তারা বেশ কিছু প্রিমিসিসে তদন্ত করেছে। তদন্ত এখনও পর্যন্ত চলছে। নিজেরাই ওএমআর শিট সাপ্লাই করল, তারাই মূল্যায়ন করে দিল। কোনও কিছুর বিষয় নেই। যেমন ইচ্ছা তেমন করে নিয়োগ দিয়েছে।"
এদিক, আরেক কেন্দ্রীয় এজেন্সি আদালতে দাবি করল, লিপস অ্যান্ড বাউন্ডসের ৭.৫ কোটি টাকার ৮ টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এদিন বিচারপতি অমৃতা সিন্হা নির্দেশ দেন, বুধবার ED-র যুগ্ম অধিকর্তাকে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অভিজ্ঞতা সম্পন্ন ESI হাসপাতালের একজন চিকিৎসককে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।