Arambag News: পরীক্ষার আগেই 'প্রশ্ন ফাঁস', দেদার বিলি 'উত্তরপত্র' আরামবাগ পলিটেকনিক কলেজে !
Arambag Polytechnic College Question Paper Leak: ফার্মাসিস্টের প্রথম বর্ষের পরীক্ষা ঘিরে আরামবাগে ধুন্ধুমার
হুগলি: শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে অনেক আগেই নাম জড়িয়েছে পশ্চিমবঙ্গের। রাজ্যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা নতুন নয়। ৯০ এর দশকে পরীক্ষার হলের বাইরে এমন দৃশ্য ভুরিভুরি।বাইরে দাঁড়িয়ে উত্তর বলে দেওয়ার জন্য আবির্ভাব হতেন গুণধরেরা। যুগ বদলেছে। এসেছে উন্নতমানের প্রযুক্তি। তবে প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়নি। এবার লজ্জাজনক ঘটনা আরামবাগে !
পরীক্ষার আগেই 'প্রশ্ন ফাঁস', ফার্মাসিস্টের প্রথম বর্ষের পরীক্ষা ঘিরে আরামবাগে ধুন্ধুমার
পরীক্ষার আগেই 'প্রশ্ন ফাঁস', দেদার বিলি 'উত্তরপত্র'! ফার্মাসিস্টের প্রথম বর্ষের পরীক্ষা ঘিরে আরামবাগে ধুন্ধুমার। প্রশ্ন ফাঁসের অভিযোগে অভিযুক্তদের আটকে বিক্ষোভ। কলেজের কাছে ফটোকপিয়ার বসিয়ে 'উত্তরপত্র' বিলি! মোটা টাকায় প্রশ্ন ফাঁস, দালাল চক্রের রমরমা', আরামবাগ পলিটেকনিক কলেজে প্রশ্নফাঁসের অভিযোগ।
মেডিকেলে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি
সম্প্রতি মেডিকেলে সর্বভা তীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তোলপাড় হচ্ছিল দেশ। কলকাতা ও দিল্লির হাইকোর্টে দায়ের করা হয়েছিল জনস্বার্থ মামলা। NTA-এর কাছে রিপোর্ট তলব করেছিল আদালত। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছিল বলে জানিয়েছিলেন NTA-এর ডিজি সুবোধকুমার সিংহ। ডাক্তারির অভিন্ন প্রবেশিকা NEET UG-তে কারচুপির অভিযোগে তোলপাড় হচ্ছিল দেশ।
ফল নিয়েই শুরু হয়েছিল বিতর্ক
৪ জুন ফল প্রকাশের পরে দেখা যায় NEET UG-র র্যাঙ্কিংয়ে প্রথম একসঙ্গে ছিল ৬৭ জন ! তার মধ্যে ৬ জন প্রথম হয়েছিলেন একই পরীক্ষাকেন্দ্র থেকে। এই ফল নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। চলতি বছরের ৫ মে, ৪ হাজার ৭৫০টি কেন্দ্রে NEET হয়। ১৪ জুন NEET-এর ফল প্রকাশের কথা ছিল। তার পরিবর্তে ৪ জুন, লোকসভা ভোটের ফল প্রকাশের দিনই NEET-এর ফল প্রকাশ করে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
আরও পড়ুন, ভারতের জাতীয় পতাকার অবমাননা বাংলাদেশে ! কড়া জবাব ISF -এর নৌশাদের
প্রশ্নফাঁস ও পরীক্ষায় জালিয়াতি রুখতে আইন
পরীক্ষার্থীদের অভিযোগ,শোরগোল এড়াতেই ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণার দিন, রেজাল্ট আউট করা হয়েছিল। ২০২৪-এর NEET-এ কাট অফ নাম্বার ১৩৭ থেকে বাড়িয়ে ১৬৪ করা হয়েছিল। যাতে সাধারণ পরীক্ষার্থীরা সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ না পান। অনেক জায়গায় প্রশ্ন ফাঁস হয়েছিল। বেশ কিছু ক্ষেত্রে পরীক্ষার্থীকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছিল। ফলে পরীক্ষায় ভালো স্কোর করেও বেশিরভাগ ছাত্রছাত্রীর র্যাঙ্ক হয়েছিল পিছনের সারিতে।গত ফেব্রুয়ারিতে প্রশ্নফাঁস ও পরীক্ষায় জালিয়াতি রুখতে এই আইন পাশ করেছিল কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গ তুলেছিলেন তিনি। যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁদের কড়া শাস্তি হবে বলে আশ্বাসও দিয়েছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।