Kalyani Medical Question Leak : 'হাতে কেটে নম্বর বাড়িয়ে ফেল করেও পাশ !' কল্যাণী মেডিক্যালের ছাত্রের কীর্তি ফাঁস ডা. সুবর্ণ গোস্বামীর
আন্দোলনের চাপে পড়ে থ্রেট কালচার চালানোর অভিযোগে ৬ মাসের জন্য ৪০ জন পড়ুয়াকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। এবার বহিষ্কৃত এক পড়ুয়ার নামে উঠল প্রশ্ন ফাঁস ও প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগ।
সন্দীপ সরকার, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : MBBS-এর প্রশ্ন ফাঁসের পাশাপাশি, নম্বর বাড়িয়ে পাস করানো হয়েছে ফেল করা ছাত্রদের। আর জি কর-কাণ্ডের আবহে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে। নথি প্রকাশ করে এই অভিযোগ করেছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী।
আর জি কর-কাণ্ডের আবহে থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের পড়ুয়ারা। আন্দোলনের চাপে পড়ে থ্রেট কালচার চালানোর অভিযোগে ৬ মাসের জন্য ৪০ জন পড়ুয়াকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। এবার বহিষ্কৃত এক পড়ুয়ার নামে উঠল প্রশ্ন ফাঁস ও প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগ।
চিকিৎসক সুবর্ণ গোস্বামীর দাবি, গত বছরের এমবিবিএস পরীক্ষার প্রশ্ন ও উত্তর হোয়াটসঅ্যাপে ফাঁস করেন ওই পড়ুয়া। শুধু তাই নয়, আরও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। একটি নথি প্রকাশ করে তিনি দাবি করেছেন, গত বছরের ইএনটি বিভাগের পরীক্ষার ট্যাবুলেশন শিটে ফেল করা ২ ছাত্রের প্র্যাক্টিক্যাল ও মৌখিকের নম্বর হাতে কেটে, বেশি নম্বর দিয়ে পাস করানো হয়েছে। চিকিৎসক সুবর্ণ গোস্বামীর প্রকাশ করা নথি অনুযায়ী, প্র্যাক্টিক্যাল ও মৌখিক মিলিয়ে এক ছাত্রর প্রাপ্ত নম্বর ৩৩ কেটে ৫০ করা হয়েছে। যিনি বাস্তবে ৪০ পেয়েছেন, তাঁর নম্বরও কেটে করা হয়েছে ৫০। অভিযোগ, নকল করা হয়েছে শিক্ষকের সই। অভিযোগকারী চিকিৎসকের দাবি, যে দু'জনকে এভাবে পাস করানো হয়েছে, তাঁরা রয়েছেন বহিষ্কৃত ৪০ জনের মধ্যে।
তবে প্রশ্ন ফাঁস ও নম্বর জালিয়াতির অভিযোগ নিয়ে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি অধ্যক্ষ মণিদীপ পাল। চিকিৎসক ধর্ষণ-খুন-কাণ্ডের আবহে আর জি কর, SSKM থেকে বর্ধমান বা উত্তরবঙ্গ মেডিক্যাল, দিকে দিকে থ্রেট কালচার নিয়ে অভিযোগ তুলে সরব হয়েছেন জুনিয়র ডাক্তাররা। রাজ্য়ের বিভিন্ন সরকারি মেডিক্য়াল কলেজে থ্রেট কালচার চালানোর অভিযোগও উঠেছে বর্ধমান মেডিক্য়ালের প্রাক্তন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং SSKM-এর পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনি অভীক দে-র বিরুদ্ধে। সিবিআই স্ক্যানারে থাকা বিরূপাক্ষ ও অভীককে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর ও রাজ্য মেডিক্যাল কাউন্সিল। রুজু হয়েছে মামলা। থ্রেট কালচার চালানোর অভিযোগে ৬ মাসের বহিষ্কার করা হয়েছে কল্যাণী মেডিক্যালের ৪০ জন পড়ুয়াকে । এদেরই এক জনের বিরুদ্ধে উঠল এই চাঞ্চল্যকর অভিযোগ।
আরও পড়ুন :
দেশ থেকে শুরু বর্ষা বিদায়, বঙ্গের আকাশ থেকে কবে বিদায় নেবে কালো মেঘ?