Calcutta High Court: '১১ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজ্যপালের সিদ্ধান্ত বৈধ' জানাল হাইকোর্ট
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় রাজ্যপালকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান তুলছিল শাসক দলের ছাত্র সংগঠন। উপাচার্য নিয়োগ মামলায় ব্যাকফুটে যেতে হল রাজ্য সরকারকেই।
সৌভিক মজুমদার, কলকাতা: ১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজ্যপালের (Governor) সিদ্ধান্ত বৈধ। জানাল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই উপাচার্যদের নিয়োগ করেছেন রাজ্যপাল। এই অভিযোগ তুলে দায়ের হয়েছিল মামলা। রাজ্যপালের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগকে বেআইনি ও নিয়মবিরুদ্ধ বলে বিবৃতি দেয় শিক্ষা দফতর। এমনকি আচার্য তথা রাজ্যপাল নিযুক্ত ১০ জন উপাচার্যের বেতন এবং ভাতাও বন্ধ করার সিদ্ধান্ত নেয় উচ্চ শিক্ষা দফতর। রাজ্যের সেই সিদ্ধান্ত খারিজ করে দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অবিলম্বে রাজ্যপাল-নিযুক্ত ১০ জন উপাচার্যের বেতন ও ভাতা চালু করতে হবে। নির্দেশ কলকাতা হাইকোর্টের।
ব্যাকফুটে রাজ্য: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় রাজ্যপালকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান তুলছিল শাসক দলের ছাত্র সংগঠন। উপাচার্য নিয়োগ মামলায় ব্যাকফুটে যেতে হল রাজ্য সরকারকেই। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তাতেই মান্যতা দিল হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিতে গিয়ে উল্লেখ করেছে,রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের যে সিদ্ধান্ত রাজ্যপাল নিয়েছিলেন, তা বৈধ।
উপাচার্য পদে নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটল: এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলারই এক্তিয়ার নেই মামলাকারীর। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এই নির্দেশের ফলে ১১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটল। নবনিযুক্ত উপাচার্যরা বেতন-সহ অন্য সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, এই অভিযোগও উঠেছিল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, পরিকাঠামো অনুযায়ী, বেতন-সহ যে সমস্ত সুযোগ-সুবিধা তাঁদের পাওয়ার কথা, তা অবিলম্বে চালু করতে হবে রাজ্য সরকারকে।
রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই, উপাচার্যদের নিয়োগ করেছেন রাজ্যপাল। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলাটি করেছিলেন অবসরপ্রাপ্ত এক অধ্যাপক। সেই মামলার রায়দান করতে গিয়ে আদালত উল্লেখ করেছে,রাজ্যপাল যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, তার উপযুক্ত অধিকার আছে। আইন মোতাবেক তিনি এই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যপালের এই সিদ্ধান্তকে নিয়ে কোনও প্রশ্ন তোলা যায় না।
সর্বোচ্চ আদালতে যাবে রাজ্য সরকার? রাজ্যপাল সি ভি আনন্দ বোস, আচার্য হিসাবে রাজ্যের ৮ বিশ্ববিদ্য়ালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন। এর পাশাপাশি ৩ জন উপাচার্যের কার্যকালের মেয়াদ বাড়ানোরও নির্দেশ দেন তিনি। কিন্তু, রাজ্য সরকার শুরু থেকেই এই নিয়োগের বিরোধিতায় সরব। এই প্রেক্ষাপটেই কলকাতা হাইকোর্ট রাজ্যপালের সিদ্ধান্তকে বৈধ বলে উল্লেখ করায় ধাক্কা খেল রাজ্য সরকার। উপাচার্য নিয়োগ মামলায় রাজ্য সরকারের ধাক্কা! হাইকোর্টের নির্দেশে কাটল নিয়োগ-জট
উপাচার্য নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কি সর্বোচ্চ আদালতে যাবে রাজ্য সরকার? না কি হাইকোর্টের নির্দেশ শিরোধার্য করে উপাচার্য নিয়োগের বিষয়টি তারা মেনে নেবে? সবচেয়ে বড় প্রশ্ন এখন এটাই।