HS Exam 2022: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক, বিশেষ পর্যবেক্ষক নিয়োগ, একগুচ্ছ নতুন পরিকল্পনা
West Bengal Council of Higher Secondary Education: নিজের স্কুল বা হোম সেন্টারে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার একগুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করল সংসদ।
রুমা পাল, কলকাতা: আগামী ২ এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (HS Exam 2022) পরীক্ষা, এই প্রথম নিজের স্কুলেই পরীক্ষা দেবেন ছাত্রছাত্রীরা। এবারের উচ্চমাধ্যমিকে (HS EXam) ৭ লক্ষ ৪৫ হাজার পরীক্ষার্থী, ২৭ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা (WBCHSE Exam 2022) ।
করোনার (Covid-19) বাড়বাড়ন্তের জেরে আগের বছর হয়নি উচ্চমাধ্যমিক (HS)। আর অতিমারী (Covid-19 Pandemic) পরিস্থিতিতে এবারই প্রথম নিজের স্কুল বা হোম সেন্টারে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেদিকে মাথায় রেখে বৃহস্পতিবার একগুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করল সংসদ।
শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, এ বছর প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হবে। পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন তাঁরা।
আর কী কী নিয়ম
- মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। ভেন্যু সুপার ভাইজার, সেন্টার ইনচার্জ, বিশেষ পর্যবেক্ষক ছাড়া কেউ মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না।
- পরীক্ষার হলে দু’জন করে পরিদর্শক নিয়োগ করা হবে।
- সংসদ জানিয়েছে, যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে, সেদিন ওই বিষয়ের শিক্ষককে পরিদর্শকের দায়িত্ব দেওয়া যাবে না।
- পুলিশের উপস্থিতিতে প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছবে।
- টোকাটুকির খবর এলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংসদ।
এ ছাড়াও সংসদ জানিয়েছে, সংবেদনশীল পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিডিও রেকর্ডিংয়ের কথাও মাথায় রাখা হচ্ছে। এ দিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এবার প্রথম হোম সেন্টারে হচ্ছে। মোবাইল নিয়ে ঢোকা যাবে না। পেপার লিকের বিষয়ে সতর্ক থাকতে হবে। অবজার্ভার প্রথম নিয়োগ করা হচ্ছে। মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার একটা অংশ সেনসেটিভ।
View this post on Instagram
২ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবারের উচ্চমাধ্যমিক। পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। এ বছর। পরীক্ষায় বসতে চলেছেন বেন ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এ বছর ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসবেন। সকাল ১০ থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে সমস্যায় পড়লে তা সমাধানের জন্য একটি হেল্পডেস্ক নম্বরও চালু করেছে সংসদ। সেই নম্বরটি হল- 033 2337 0792
আরও পড়ুন: Bankura News: পাকড়াও গ্যাস সিলিন্ডার কালোবাজারির চক্র, ধৃত ৮