WB News Live Update: ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে অনিশ্চিত মোদি
West Bengal Latest News: জেলা থেকে শহর গুরুত্বপূর্ণ সব খবর এক ঝলকে।
LIVE

Background
WB News Live: কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক কলকাতা পুরসভাও
কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে কেন্দ্রীয় সরকারের সতর্কবার্তার পরই আঁটঘাঁট বেঁধে নামল রাজ্য সরকার। মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করলেন স্বাস্থ্যসচিব। কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক কলকাতা পুরসভাও।
WB News Live Update: ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে অনিশ্চিত মোদি
ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে অনিশ্চিত নরেন্দ্র মোদি। ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর অন্য কর্মসূচি থাকায় আসতে পারবেন না, বিজেপি সূত্রে দাবি।
WB News Live: 'খুনি তৃণমূলের সঙ্গে কোনও জোট নয়', কুলপি গিয়ে হুঙ্কার প্রদেশ কংগ্রেস নেতৃত্বের
দিল্লিতে জোটের বৈঠক, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে কংগ্রেস। পঞ্চায়েত ভোটের আগে কুলপিতে কংগ্রেস কর্মী খুন, বিচার চায় পরিবার। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ, ধৃতরা সবাই জামিনে মুক্ত হওয়ায় প্রশ্ন। তৃণমূলের হাতেই আক্রান্ত কংগ্রেস, জোটের সম্ভাবনা খারিজ প্রদেশ নেতৃত্বের। ৬ জুলাই: কুলপিতে কংগ্রেসের বুথ সভাপতি আলফাজউদ্দিন হালদার খুন। নির্দল প্রার্থীর হয়ে প্রচারের সময় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। খুনি তৃণমূলের সঙ্গে কোনও জোট নয়, কুলপি গিয়ে হুঙ্কার প্রদেশ কংগ্রেস নেতৃত্বের । নিহতের দাদার সঙ্গে রাজনৈতিক বিবাদের জেরে খুন, দাবি তৃণমূল নেতৃত্বের।
WB News Live Update: ললিতের বাগুইআটির বাড়িতেও গেলেন তদন্তকারীরা
স্মোককাণ্ডের (Smoke Cannister Incident) তদন্তে ইকো পার্ক থানায় দিল্লি পুলিশের স্পেশাল টিম। গতকাল বাড়ির চাবি না থাকায় ললিত ঝা-র রবীন্দ্র সরণির বাড়ির ভিতরে ঢুকতেে পারেননি তদন্তকারীরা। ললিত ঝা-র পরিচিত ৪ জনকে জিজ্ঞাসাবাদ, সংগ্রহ করা হয়েছে একাধিক তথ্য। ললিত ঝা-র পরিবার ও পরিচিতদের সঙ্গে আজ কথা বলতে পারেন তদন্তকারীরা। ললিতের বাগুইআটির বাড়িতেও গেলেন তদন্তকারীরা।
WB News Live: ২৪ ডিসেম্বরই হচ্ছে টেট
২৪ ডিসেম্বরই হচ্ছে টেট । দিলীপ ঘোষের আবেদন খারিজ করে জানিয়ে দিল হাইকোর্ট। 'রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে যাতে প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে। পরিবহণ দফতরকে উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে। '
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
