WB Election 2021 LIVE Updates: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, মমতাকে নোটিশ কমিশনের
West Bengal Assembly Election 2021 LIVE Updates: কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুরে অমিত শাহ।
LIVE
Background
আজ রাজ্যে অমিত শাহ। চার জায়গায় রোড শো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আজ উত্তরবঙ্গে জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরে, কলকাতায় ফিরে আরও ২ সভায় অংশ নেবেন তিনি। হুগলি ও হাওড়ায় তিন সভা অভিষেকের।
বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই তৃতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৮ শতাংশ। ক্যানিংয়ে ভোট শেষের পরেও বুথে লাইন। শনিবার ভোটের আগে একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল কমিশন।
আরামবাগে দফায় দফায় আক্রান্ত সুজাতা। তৃণমূল প্রার্থীর মাথায় বাঁশের বাড়ি। লাঠি নিয়ে তাড়া। পরিকল্পনা করে খুনের অভিযোগ সুজাতার। গ্রামে ঢুকে পাল্টা হুমকির অভিযোগ বিজেপির। আটক ৫।
আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে উলুবেড়িয়া হাসপাতালের সামনেই তৃণমূলের হাতে আক্রান্ত পাপিয়া অধিকারী। নিরাপত্তারক্ষীর সামনে সজোরে গলা ধাক্কা। পাপিয়াকে হেনস্থার অভিযোগে কমিশনে বিজেপি। ২ তৃণমূলকর্মী গ্রেফতার।
পরপর ২ বার খানাকুলে আক্রান্ত তৃণমূল প্রার্থী। চ্যালা কাঠ নিয়ে তাড়া করে গ্রাম ছাড়া করল বিজেপি।
তারকেশ্বরে আক্রান্ত বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের এজেন্ট। ফলতায় বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা। উলুবেড়িয়া উত্তরে তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। ইটে মাথা ফাটল নিরাপত্তারক্ষীর। বিষ্ণুপুরে তৃণমূলের হুমকিতেও পিছু হটলেন না ভোটার!
ভোটের আগের রাতে গোঘাটে বিজেপি সমর্থকের মায়ের রহস্যমৃত্যু। দেহে নেই আঘাতের চিহ্ন, জানাল কমিশন। ভোট শেষ হওয়ার কয়েকঘণ্টা আগে তৃণমূলের বুথ সভাপতির মৃত্যু। খুনের অভিযোগ খারিজ বিজেপির।
West Bengal Election 2021 LIVE
মৃতদেহ উদ্ধারকে ঘিরে রণক্ষেত্র দুবরাজপুর। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। ওসি-সহ আহত ২। পাল্টা কাঁদানে গ্যাস। নিহতকে সমর্থক বলে দাবি বিজেপির, খারিজ পরিবারের।
বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে না তৃণমূল আমলের সামাজিক প্রকল্প। আরও বাড়বে অনুদানের অঙ্ক। থাকবে না কাটমানি, সিন্ডিকেট। কোচবিহারের সভা থেকে আশ্বাস প্রধানমন্ত্রীর।
১০ বছরে শুধু কাটমানি-তোলাবাজি। প্রকাশ্যে অডিও টেপ, প্রমাণ হয়েছে অনেক কিছু। কোচবিহারে হুঙ্কার মোদির।
বিজেপির মিঠুনের পাল্টা তৃণমূলের প্রচারে জয়া বচ্চন। দমদমে ব্রাত্যর হয়ে রোড শো।
West Bengal Election LIVE: দিলীপ ঘোষের গাড়িতে 'হামলা', নির্বাচন কমিশনে ধর্না বিজেপির
কোচবিহারের শীতলকুচিতে দিলীপ ঘোষের গাড়িতে 'হামলা'। প্রতিবাদে বিজেপি নেতা সৌমিত্রর খাঁয়ের নেতৃত্বে নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসে বিজেপি।
WB Election 2021 Live: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, মমতাকে নোটিশ কমিশনের
সংখ্যালঘুদের উদ্দেশে মমতার বার্তা, কমিশনের নোটিস। ‘মমতার মন্তব্য নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন’। ৪৮ ঘণ্টার মধ্যে বক্তব্য জানাতে মমতাকে কমিশনের নোটিস। ‘শয়তানদের কথা শুনে সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না’। ৩ এপ্রিল তারকেশ্বরে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ মুখতার আব্বাস নকভির।
West Bengal Election LIVE: কোচবিহারের শীতলকুচিতে দিলীপ ঘোষের গাড়িতে 'হামলা'
কোচবিহারের শীতলকুচিতে দিলীপ ঘোষের গাড়িতে 'হামলা'। সভা করে ফেরার পথে বিজেপির রাজ্য সভাপতির কনভয়ে হামলা। কনভয়ে হামলার পরে ব্যাপক বোমাবাজির অভিযোগ।
WB Election 2021 Live: বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে রাজ্যে, দাবি মমতার
বাংলায় ১২টা বিশ্ববিদ্যালয় ছিল। ৫-৬ বছরে সেই সংখ্যাটা বাড়িয়েছি।
West Bengal Election LIVE: শান্তিনিকেতনের নাম বদলে দেবে বলছে, বিজেপিকে কটাক্ষ মমতার
শান্তিনিকেতনের নাম বদলে দেবে বলছে। কটাক্ষ মমতার।