Alia Bhatt Manish Malhotra: নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় নয়া পদক্ষেপ মণীশ মালহোত্র ও আলিয়া ভট্টর
Alia Bhatt: 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে আলিয়া ভট্টর শাড়ির স্টাইল ফ্য়াশন দুনিয়ায় রীতিমত সাড়া ফেলে দিয়েছিল।
কলকাতা: বিশ্বব্যাপী রমরম করে চলছে পরিচালক কর্ণ জোহরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani)। এই ছবি আলিয়া ভট্টকে দেখা গেছে বিভিন্ন ধরলেন স্টাইলিস শাড়িতে। যা ফ্য়াশন দুনিয়ায় রীতিমত সাড়া ফেলে দিয়েছিল। আর এবার এই ধরণের শাড়ির একটি বিশেষ কালেকশন লঞ্চ করতে চলেছেন ডিজাইনার মণীশ মালহোত্র ও আলিয়া ভট্ট।
আলিয়া ভট্ট জানিয়েছেন,'রকি অউর রানি কি প্রেম কাহানি- (Rocky Aur Rani Kii Prem Kahaani) তে আমার শাড়ির প্রশংসা হয়েছে সব মহলে। ছবির প্রচারেও আমার পরা শাড়ি প্রশংসিত হয়েছে। এবার আমি ও ডিজাইনার মণীশ মালহোত্র আরও একধাপ এগিয়ে এই শাড়ির কালেকশন প্রকাশ্য়ে আনতে চলেছি, যার টাকা সরাসরি যাবে মহিলা ও শিশুদের স্বাস্থ্য়সেবা ও কল্য়াণমূলক কাজে। এই উদ্য়োগ নিয়ে আমি যথেষ্ট আশাবাদী।'
প্রসঙ্গত, এই ছবির (Rocky Aur Rani Kii Prem Kahaani) প্রচারের সময়, কর্ণ জোহর একবার বলেছিলেন, 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani) ছবির গল্প নাকি বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত। একবার তাঁর বাবা যশ জোহর তাঁকে এই গল্প শুনিয়েছিলেন। কালক্রমে, বাবার মুখে শোনা সেই গল্পকেই পর্দায় তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন কর্ণ। এই ছবির কাজ চলাকালীনই খবর পাওয়া গিয়েছিল, আলিয়া অন্তঃসত্তা। আর তাই, রাহার আগমনের আগে পর্যন্ত শ্যুটিং বন্ধ রেখেছিলেন কর্ণ। রাহা আসার ৪ মাসের মধ্যেই শ্যুটিং ফ্লোরে ফেরেন আলিয়া। মাত্র এই সময়ের মধ্যেই ওজন ঝরিয়ে আগের চেহারায় ফিরে গিয়েছিলেন আলিয়া। পর্দায় তাঁর মা হওয়ার আগের ও পরের চেহারার পার্থক্য ধরা যায়নি মোটেই। মুম্বই থেকে শুরু করে দিল্লি, এমনকি বিদেশের একাধিক জায়গাতেও এই ছবির শ্যুটিং হয়েছে। মস্কো ও রাশিয়ায় গানের শ্যুটিং করেছেন রণবীর ও আলিয়া। কাশ্মীরেও হয়েছে এই ছবির গানের শ্যুট। নয়নাভিরাম দৃশ্য দেখা গিয়েছিল গানে।
ইতিমধ্য়েই বক্সঅফিসে ১১৩.৬৮ কোটি টাকার ব্য়বসা করেছে এই ছবি (Rocky Aur Rani Kii Prem Kahaani)।
আরও পড়ুন...
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন