Bhai Dooj 2021: ভাইফোঁটায় দুই সন্তানের মিষ্টি ভিডিও পোস্ট শিল্পা শেট্টির
উৎসবের মরশুম চলছে। প্রায় একটা মাস হতে চলল গিয়েছে দুর্গাপুজো। তারপর একে একে লক্ষ্মীপুজো থেকে করবা চৌথ, দীপাবলি থেকে ভাতৃদ্বিতীয়া (Bhai Phota 2021), সমস্ত উৎসবই চলছে একে একে।
মুম্বই: আজ ভাইফোঁটা (Bhai Phota 2021)। দেশজুড়ে নানা প্রান্তে ভাই-বোনের এই বিশেষ দিনটি উদযাপন করা হচ্ছে। সাধারণ মানুষ থেকে তারকারা প্রত্যেকেই বিশেষ এই দিনটা উদযাপনে মেতে উঠেছেন। দীপাবলিতেই অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। দীপাবলির পরও তিনি যে উৎসবের আমেজেই মেতে রয়েছেন, তার প্রমাণও পাওয়া যায় তাঁর পোস্ট করা অন্য একটি ভিডিওতে। দেখা যায় তিনি রসগোল্লা খেতে ব্যস্ত রয়েছেন। এবার ভাইফোঁটা উপলক্ষে নিজের দুই সন্তানের মিষ্টি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে কমেন্ট না করে থাকতে পারেননি বলিউডের অন্যান্য তারকারা।
উৎসবের মরশুম চলছে। প্রায় একটা মাস হতে চলল গিয়েছে দুর্গাপুজো। তারপর একে একে লক্ষ্মীপুজো থেকে করবা চৌথ, দীপাবলি থেকে ভাতৃদ্বিতীয়া, সমস্ত উৎসবই চলছে একে একে। করোনা পরিস্থিতির মধ্যেই যতটা নিজেকে সংক্রমণের হাত থেকে রক্ষা করা যায়, সেভাবেই উৎসবে মেতে উঠেছেন সাধারণ মানুষ থেকে তারকারা। আর উৎসেবর সেই সমস্ত ছবি ভেসে উঠছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
সম্প্রতি ভাতৃদ্বিতীয়া উপলক্ষে দুই সন্তান ভিয়ান রাজ এবং শমিশার মিষ্টি একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। 'ধড়কন' অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ভাইফোঁটার মতো বিশেষ অনুষ্ঠানে বোনের সঙ্গে খেলায় মেতে রয়েছে শিল্পা শেট্টির ছেলে ভিয়ান রাজ। ভিডিও পোস্ট করে 'হাঙ্গামা টু' অভিনেত্রী লিখেছেন, 'ভাই-বোনের সম্পর্ক এতটাই স্নিগ্ধ যে তা কথায় প্রকাশ করা সম্ভব নয়। শুধু বাকিদের মনে তা ভালোবাসা ছড়িয়ে যায়। টাচউড। শমিশা এবং ভিয়ান রাজের পক্ষ থেকে সবাইকে শুভ ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা।'
ভাতৃদ্বিতীয়ায় শিল্পা শেট্টির দুই সন্তানের পোশাকেও মিল দেখা গেল। দুজনেই লাল রঙের ম্যাচিং করা পোশাক পরেছে। ভিডিওতে কমেন্ট করেছেন বিপাশা বসু এবং আরও অনেক বলি তারকা।
প্রসঙ্গত, 'ধড়কন' অভিনেত্রী শিল্পা শেট্টিকে দীর্ঘদিন বাদে বড়পর্দায় দেখা গিয়েছে 'হাঙ্গামা টু' ছবির মাধ্যমে। গত বেশ কয়েক বছর ধরে তিনি নিজের সংসার নিয়েই ব্যস্ত ছিলেন। যদিও ছোট পর্দার বেশ কিছু জনপ্রিয় শোয়ের বিচারকের আসনে দেখা যায় তাঁকে। স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে পর্নোগ্রাফি মামলা চলাকালীনও তিনি 'সুপার ডান্সার চ্যাপ্টার ফোর'-এ বিচারকের আসনে ছিলেন। যা শেষ হয়েছে গত অক্টোবর মাসে। খুব শীঘ্রই তাঁকে ফের বিচারক হিসেবে 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট'-র আগামী সিজনে দেখা যেতে চলেছে।