এক্সপ্লোর

Top Entertainment News Today: বিয়ে সারলেন অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থ, ওয়েব দুনিয়ায় জয়ার পদার্পণ, বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।

কলকাতা: বুধবারই নাকি সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি (Aditi Rao Hydari) ও সিদ্ধার্থ (Siddharth)। বড়পর্দায় দাপিয়ে অভিনয়ের পাশাপাশি এবার ওয়েব প্ল্যাটফর্মে ঝড় তুলতে আসছেন অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)। 

বিয়ে সেরেছেন অদিতি-সিদ্ধার্থ, খবর সূত্রের

তাঁদের প্রেমের জল্পনা চলছিল বহুদিনই। এখন শোনা যাচ্ছে গাঁটছড়াও বেঁধে ফেলেছেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি (Aditi Rao Hydari) ও অভিনেতা সিদ্ধার্থ (Siddharth)। সূত্রের খবর, তেলঙ্গানার (Telangana) এক মন্দিরে বিয়ে সেরেছেন তাঁরা। গ্রেটঅন্ধ্রের প্রতিবেদন অনুযায়ী, আজই বিয়ে সেরেছেন অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থ। তেলঙ্গানার ওয়ানাপার্থি জেলায় অবস্থিত শ্রীরঙ্গপুরমের (Srirangapuram) শ্রী রঙ্গনায়কস্বামী মন্দিরে  (Sri Ranganayakaswamy temple) শুভ কাজ সেরেছেন তাঁরা, খবর এমনই। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে দু'জনের একজনও মুখ খোলেননি এখনও। অনুরাগীরাও অপেক্ষায় নবদম্পতির ছবি দেখার। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে। ২০২১ সালের তামিল-তেলুগু দোভাষী 'মহা সমুদ্রম' ছবির সেটে সিদ্ধার্থ ও অদিতির প্রথম আলাপ। এরপর তাঁদের একসঙ্গে একাধিক জায়গায় দেখতে পাওয়া যায়, বিভিন্ন সিনেমার ইভেন্টে একসঙ্গে যাওয়া থেকে একসঙ্গে ঘুরতে যাওয়া, সব দেখে তাঁদের মধ্যে সম্পর্কের আন্দাজ করতে পারেন সকলে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে করা মজার রিলও নজর এড়ায়নি কারও। 

মুম্বই পুলিশের হাতে আটক মুনাওয়ার ফারুকি

পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের ফোর্ট অঞ্চলে একটি হুকা পার্লার নাকি বেআইনিভাবে চালানো হচ্ছিল। মঙ্গলবার সেখানে তল্লাশি চালিয়ে নগদ ৪ হাজার ৪০০ টাকা এবং ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের হুকা পট বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ তল্লাশি অভিযান শুরু হয়। তা শেষ হয় বুধবার ভোর ৫টা নাগাদ, খবর পুলিশ সূত্রে। 'সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য আইন'-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই অঞ্চলে এখনও তল্লাশি চালাচ্ছেন। এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'তল্লাশি চালানোর সময় পুলিশ দেখতে পায় স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি ও অন্যান্যরা সেখানে বসে হুকা পান করছিলেন। তাঁদের ক্রিয়াকলাপের ভিডিও রেকর্ডিংও আছে। ফারুকি ও অন্যান্যদেক আটক করা হয়, কিন্তু পরে তাঁদেরকে ছেড়েও দেওয়া হয় কারণ তাঁদের বিরুদ্ধে জামিনযোগ্য মামলা ছিল।' তাঁদের নোটিস দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া হয়। 

লন্ডনে 'হোপ গালা' অনুষ্ঠানের উদ্যোগ নিলেন আলিয়া ভট্ট

অভিনেত্রী (Actress), প্রযোজক (Producer) ও উদ্যোক্তার (entrepreneur) আলিয়া ভট্ট (Alia Bhatt) তৈরি লন্ডনে তাঁর সর্বপ্রথম 'হোপ গালা' (Hope Gala) সঞ্চালনা করতে। শোনা যাচ্ছে আগামীকাল অর্থাৎ ২৮ মার্চ তিনি 'হোপ গালা'র প্রস্তুতি নিয়েছেন। সঙ্গী 'ম্যান্ডেরিন ওরিয়েন্টাল হোটেল গ্রুপ'। অনুষ্ঠান হবে 'ম্যান্ডেরিন ওরিয়েন্টাল হাইড পার্ক'-এ। অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ২৮ মার্চ লন্ডনে হবে 'হোপ গালা'। এই উদ্যোগ নেওয়া হচ্ছে আলিয়ার নির্বাচিত চ্যারিটি 'সালাম বম্বে'র জন্য যারা মুম্বইয়ের 'অতি সঙ্কট'-এ থাকা বাচ্চাদের নিয়ে কাজ করে। পিছিয়ে পড়া এই শিশুদের নানা ধরনের 'ইন স্কুল প্রোগ্রাম' (নেতৃত্ব এবং সমর্থন) ও 'আফটার স্কুল প্রোগ্রাম'-এর (দক্ষতা তৈরি) মাধ্যমে আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা ও স্কুলে যাওয়ার প্রতি মন দেওয়ার কথা শেখানো হয়। সূত্রের খবর, এই গালা বা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারত ও লন্ডনের প্রথম সারির শিল্পপতি ও সমাজসেবকরা। 

এবার অন্ধ গোয়েন্দার ভূমিকায় চঞ্চল চৌধুরী

তিনি মানেই যেন নতুন চমক, নতুন চ্যালেঞ্জ। অভিনয় দক্ষতায় ভর করে ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই অভিনেতা। তবে কেবল বাংলাদেশের বললে ভুল হবে, এখন তিনি টলিউডেরও। আর এবার, এক অন্ধ গোয়েন্দার চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দেবেন তিনি! ভিকি জ়ায়েদের পরিচালনায় আসছে নতুন এক ওয়েব সিরিজ। 'রুমি'। এই সিরিজের মুখ্যচরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)-কে। আজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে এই সিরিজের লুক। এই প্রথম 'হইচই' (Hoichoi)-এর জন্য ভিকি জ়ায়েদের সঙ্গে কাজ করবেন চঞ্চল।

৭ বছর আগের ঝগড়া নিয়ে মুখ খুললেন কপিল-সুনীল

প্রায় বছর ৭ পার। অবশেষে কপিল শর্মার (Kapil Sharma) সঙ্গে লড়াই প্রসঙ্গে মুখ খুললেন সুনীল গ্রোভার (Sunil Grover)। গোটাটাই নাকি ছিল 'পাবলিসিটি স্টান্ট' (Publicity Stunt)! সত্যিই কি তাই? কপিল শর্মার সঙ্গে লড়াই সম্পর্কে নীরবতা ভেঙে মজা করে সুনীল গ্রোভার জানান যে গোটা ব্যাপারটাই ছিল 'প্রচার পাওয়ার লক্ষ্যে' ঘটানো। এই পুরোটাই তাঁরা নাকি করেছিলেন নেটফ্লিক্সের (Netflix) জন্য, তাও বহু বছর আগে যখন এই স্ট্রিমিং জায়ান্ট ভারতে পা-ও রাখেনি। প্রায় ৭ বছর পর এই জুটি ফের একসঙ্গে কাজ করছেন 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এ (The Great Indian Kapil Show)। অনুষ্ঠানের প্রিমিয়ার শুরুর আগে দুই তারকা এক সাংবাদিক বৈঠকে সেই 'কুখ্যাত' ঝগড়া নিয়ে মুখ খোলেন। সুনীল 'অধুনা সমাপ্ত' ঝগড়া প্রসঙ্গে খোঁচা দিয়ে বলেন যে গোটাটাই বহু বছর আগে থেকে পরিকল্পিত ছিল। 

এবার ওয়েব সিরিজে জয়া আহসান

ফের 'হইচই' (Hoichoi)-এ নতুন ভূমিকায় আসছেন জয়া আহসান (Jaya Ahsaan)। পরিচালনায় আশফাক নিপূণ (Ashfaque Nipun)। তবে বাকিটা নাকি টপ সিক্রেট (Top Secret)। কিছুই বলা যাবে না। কেবল এইটুকুই জানা গিয়েছে, সিরিজের নাম 'জিম্মি' (Jimmi)। যে ওয়েব সিরিজের হাত ধরে প্রথমবার বড়পর্দা ছেড়ে ওয়েব দুনিয়ায় পা রাখছেন জয়া, কী রয়েছে তাতে? খোঁজ নিল এবিপি লাইভ (ABP Live)। 'ফ্রেম পার সেকেন্ড' (Frame per Second)-এর প্রযোজনায় এই প্রথম ওয়েব সিরিজে কাজ করছেন জয়া আহসান। তাঁর সিরিজের নাম, 'জিম্মি'। এই সিরিজের গল্প এক মহিলাকে ঘিরে যিনি সরকারি চাকুরিতে কর্মরতা। তবে কোনও উচ্চপদস্থ কর্মচারী নন, তিনি একেবারেই নীচুতলার একজন কর্মচারী। ১০ বছর ধরে একই পদে কাজ করতে করতে বিরক্ত, বিব্রত তিনি। কোনও পদোন্নতি নেই, মাইনেও বাড়ছে না। বাড়ির বিভিন্ন সমস্যা নিয়েও সে জর্জরিত। তবে হঠাৎ বদলে যায় এই মহিলার জীবন, তার কারণও এই অফিসই। 

শাকিবের 'তুফান'-এর লুক প্রকাশ্যে

এই ছবির ঘোষণা হয়েছিল আগেই। বাংলাদেশের এই ছবিতে দেখা যাবে টলিউডের প্রথম সারির এক নায়িকাকেও। আর আজ, প্রকাশ্যে এল ছবির নায়কের প্রথম লুক। রাত পোহালেই জন্মদিন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান (Shakib Khan)-এর। আর তাঁর জন্মদিনের আগেই প্রকাশ্যে এল নতুন ছবি 'তুফান' (Toofan)-এ তাঁর লুক। লম্বা চুল, গায়ে কালো কোট আর সাদা শার্ট। ঠোঁটে ধরা সিগারেট আর রয়েছে একটি বন্দুক। সোশ্যাল মিডিয়ায় এই লুকটি শেয়ার করে নেওয়া হয়েছে প্রযোজনা সংস্থা এসভিএফের (SVF)-এর তরফে। রাইহান রফি পরিচালিত এই ছবির প্রযোজনায় দায়িত্বে রয়েছেন 'আলফা আই' (Alpha-i), চরকি (Chorki) ও এসভিএফ (SVF)। তিন প্রযোজনা সংস্থা হাত মিলিয়ে আনছে এই নতুন ছবি। শাকিব খান ছাড়াও এই ছবিতে রয়েছে আরও চমক। বাংলাদেশের ছবিতে এবার অভিনয় করছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। 

কলকাতায় এলেন পরীমণি

এর আগেই প্রকাশ্যে এসেছিল এই ছবির খবর ও লুক। আর তারপরেই, জোরকদমে কাজ শুরু হয়ে গেল নতুন ছবি 'ফেলু বক্সী' (Felu Bakshi)-র। আর সেই ছবির শ্যুটিংয়ে মঙ্গলবার কলকাতায় এলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সঙ্গে একরত্তি ছেলে পদ্ম। ছেলেকে perambulator-এ বসিয়ে কলকাতা বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন পরীমণি। সবুজ শার্ট পরেছিলেন তিনি, চোখে চশমা, ঠোঁটে হাসি। আজ থেকেই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। 'মিডিয়ানেক্সট এন্টারটেনমেন্ট'-এর সহযোগিতায় 'হিমানি ফিল্মস' তাদের নতুন ছবির কথা ঘোষণা করেছে ইতিমধ্যেই। এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করছেন, সোহম চক্রবর্তী (Soham Chakraborty), মধুমিতা সরকার (Madhumita Sarkar)। তাঁদের সঙ্গেই কাজ করবেন পরীমণি। এই ছবির পরিচালনা করছেন দেবরাজ সিংহ (Debraj Sinha)। থ্রিলার ঘরানার এই ছবির কাজ চলছে কলকাতাতেই। 

জন্মদিনে অনুরাগীদের 'রিটার্ন গিফট' রাম চরণের

২৭ মার্চ, ৩৯ পূর্ণ করলেন দক্ষিণের তারকা অভিনেতা রাম চরণ (Ram Charan Birthday)। অভিনেতা নিজের জন্মদিনে অনুরাগীদের জন্য ব্যবস্থা করে রেখেছিলেন 'পারফেক্ট রিটার্ন গিফট'-এর। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাম চরণ ও কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনীত 'গেম চেঞ্জার' (Game Changer)। সেই ছবির প্রথম গান 'জারাগন্দি' (Jaragandi) মুক্তি পেল। এক কথায় এটি নাচের গান, নিখুঁতভাবে যাতে কণ্ঠ দিয়েছেন দালের মেহন্দি। এই গানের ঝলক পোস্ট করে সহ-অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কিয়ারা। কিছু গান হয় যার উচ্ছ্বসিত 'মিউজিক বিট' শুনলেই ইচ্ছা করে নাচের তালে পা মেলাতে। 'গেম চেঞ্জার' ছবির 'জারাগন্দি' এককথায় তেমনই একটি গান। দালের মেহন্দির সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন সুনিধি চৌহান। তার সঙ্গে ঝলমলে রঙিন পোশাকে রাম চরণ ও কিয়ারা আডবাণির 'ডান্স মুভস' দেখে চোখ সরাতে পারবেন না। গানের কোরিওগ্রাফি করেছেন প্রভু দেবা। এদিন একাধিক ভাষায় গানটি মুক্তি পেয়েছে তবে কেবলমাত্র লিরিক্যাল সংস্করণ। 

আরও পড়ুন: 'Game Changer' New Song: জন্মদিনে অনুরাগীদের 'রিটার্ন গিফট' রাম চরণের, মুক্তি পেল কিয়ারার সঙ্গে গান 'জারাগন্দি'

মায়ানগরীতে ঝলমলে ঋতাভরী

প্রথমে জাভেদ আখতারের (Javed Akhtar) বাড়িতে হোলির পার্টি, আর তারপরে বাবা সিদ্দিকি (Baba Siddique)-র পার্টি... বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)-আপাতত ব্যস্ত মায়ানগরীতেই। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন সেই সমস্ত পার্টির ঝলক। দোলের দিনটা মুম্বইতেই কাটিয়েছেন ঋতাভরী। দিদি চিত্রাঙ্গদা ও সম্বিতের সঙ্গে সময় কাটিয়েছেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন হোলির পার্টির ছবিও। প্রথা মেনে সাদা পোশাক পরেছিলেন ঋতাভরী, তবে হোলির থিমের সঙ্গে মানানসই ছিল তাঁর ওড়না। রঙিন সেই ওড়নাই যেন নজর কাড়ছিল। পার্টিতে 'চিত্রাঙ্গদা' ও সম্বিতের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন ঋতাভরী। তবে সেই পার্টির পরে একাই জাভেদ আখতারের বাড়িতে অতিথি হয়েছিলেন ঋতাভরী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Midnapore Medical College: স্যালাইন দেওয়ার পর মৃত্যু প্রসূতির! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
স্যালাইন দেওয়ার পর মৃত্যু প্রসূতির! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
Hail Care Tips: তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা ! চিন্তা বাড়াচ্ছে 'টাক ভাইরাস'
তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা ! চিন্তা বাড়াচ্ছে 'টাক ভাইরাস'
Digital Arrest : কী কাণ্ড ! 'ডিজিটাল অ্যারেস্ট' বর্ধমানের 'সাধুবাবা', তারপর ঝটকা খেল প্রতারকই !
কী কাণ্ড ! 'ডিজিটাল অ্যারেস্ট' বর্ধমানের 'সাধুবাবা', তারপর ঝটকা খেল প্রতারকই !
Hotel Room Booking : প্রাপ্তবয়স্ক হলেও হোটেল রুম নিতে পারবে না ছেলে-মেয়েরা ? কোথায় ভয় ! কী বলছে দেশের আইন
প্রাপ্তবয়স্ক হলেও হোটেল রুম নিতে পারবে না ছেলে-মেয়েরা ? কোথায় ভয় ! কী বলছে দেশের আইন
Advertisement
ABP Premium

ভিডিও

BJP News: টার্গেট ১ কোটি, সদস্য সংগ্রহে ৫০ লক্ষও পেরোতে পারল না বঙ্গ বিজেপি | ABP Ananda LiveBJP News: আমাদের লক্ষ্য এক কোটি এবং এটা একটা চলমান প্রক্রিয়া ১ কোটি সদস্য পশ্চিমবঙ্গে হবে: শমীকSantanu Sen: 'আমি নিজেকে তৃণমূলের একজন অনুগত সৈনিক বলে মনে করি', জানালেন সাসপেন্ড তৃণমূল নেতাSantanu Sen: আর জি কর-কাণ্ডে মুখ খোলার মাসুল? সাসপেন্ড শান্তনু। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Midnapore Medical College: স্যালাইন দেওয়ার পর মৃত্যু প্রসূতির! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
স্যালাইন দেওয়ার পর মৃত্যু প্রসূতির! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
Hail Care Tips: তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা ! চিন্তা বাড়াচ্ছে 'টাক ভাইরাস'
তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা ! চিন্তা বাড়াচ্ছে 'টাক ভাইরাস'
Digital Arrest : কী কাণ্ড ! 'ডিজিটাল অ্যারেস্ট' বর্ধমানের 'সাধুবাবা', তারপর ঝটকা খেল প্রতারকই !
কী কাণ্ড ! 'ডিজিটাল অ্যারেস্ট' বর্ধমানের 'সাধুবাবা', তারপর ঝটকা খেল প্রতারকই !
Hotel Room Booking : প্রাপ্তবয়স্ক হলেও হোটেল রুম নিতে পারবে না ছেলে-মেয়েরা ? কোথায় ভয় ! কী বলছে দেশের আইন
প্রাপ্তবয়স্ক হলেও হোটেল রুম নিতে পারবে না ছেলে-মেয়েরা ? কোথায় ভয় ! কী বলছে দেশের আইন
WhatsApp News: যেকোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে করে দিচ্ছে যেকেউ, কী করবেন জানেন ?
যেকোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে করে দিচ্ছে যেকেউ, কী করবেন জানেন ?
PM Awas Yojana : আপনার আয় এর বেশি হলেও পাবেন আবাসের বাড়ি ! এবার যোজনায় বড় পরিবর্তন  
আপনার আয় এর বেশি হলেও পাবেন আবাসের বাড়ি ! এবার যোজনায় বড় পরিবর্তন  
East Burdwan: ভাড়াটিয়ার তথ্য থানায় জমা দেওয়ার আবেদন, প্রচারে নামল পুলিশ
ভাড়াটিয়ার তথ্য থানায় জমা দেওয়ার আবেদন, প্রচারে নামল পুলিশ
RG Kar News: আর জি কর-কাণ্ডে প্রতিবাদী শিল্পীদের বয়কটের ডাক, এবার পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ল সিপিএম
আর জি কর-কাণ্ডে প্রতিবাদী শিল্পীদের বয়কটের ডাক, এবার পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ল সিপিএম
Embed widget