Shah Rukh Khan: কিং খানের জন্মদিন, শুভেচ্ছাবার্তা ঝলসে উঠল বুর্জ খলিফার আলোয়
Watch Video: জন্মদিনে বুর্জ খলিফা সেজে উঠল 'হ্যাপি বার্থ ডে শাহরুখ খান' বার্তায়। অন্যদিকে বিশেষ দিনে অভিনেতার নির্বাচিত ফ্যান ক্লাবের সদস্যদের জন্য বুধবার সন্ধ্যায় মুম্বইতে একটি বিশেষ পার্টির আয়োজন করেছিলেন শাহরুখ
মুম্বই: কিং খানের জন্মদিন। মায়ানগরীতে সেই উচ্ছ্বাসের ঢেউয়ে ভেসেছেন অনুরাগীরা। কিন্তু সেই ঢেউ এসে লাগল বিদেশেও। বুর্জ খলিফাও সেজে উঠল শাহরুখ খান (Shah Rukh Khan)-এর জন্মদিনে। আলোর খেলায় জন্মদিনের শুভেচ্ছা জানানো হল 'বলিউডের বাদশা'-কে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
জন্মদিনে বুর্জ খলিফা সেজে উঠল 'হ্যাপি বার্থ ডে শাহরুখ খান' বার্তায়। অন্যদিকে বিশেষ দিনে অভিনেতার নির্বাচিত ফ্যান ক্লাবের সদস্যদের জন্য বুধবার সন্ধ্যায় মুম্বইতে একটি বিশেষ পার্টির আয়োজন করেছিলেন শাহরুখ। অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল ‘এসআরকে ডে’ (SRK Day)। অনুরাগীদের পারফরম্যান্স ছাড়াও এই অনুষ্ঠানে পারফর্ম করেন স্বয়ং শাহরুখ খানও। মঞ্চে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানের সঙ্গেও পা মেলাতে দেখা গেল তাঁকে। বিভিন্ন ফ্যান ক্লাবের সৌজন্যে সেই ভিডিও নিমেষে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
বুধবার, ২ নভেম্বর ছিল শাহরুখের জন্মদিন। আগের দিন থেকেই তার জন্য ভিড় জমছিল 'মন্নত'-এর সামনে। কাউকে নিরাশ করেননি শাহরুখ। মঙ্গলবার রাতেই ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ব্যালকনিতে বেরিয়ে এসেছিলেন। বুধবার বিকেলেও অনুরাগীদের সামনে হাজির হয়েছিলেন তিনি। চেনা ভঙ্গিতে এগিয়ে এলেন একেবারে দেওয়ালের গা ঘেঁষা জায়গায়। লোহার তারে মোড়া রেলিংয়ে পা রেখে দাঁড়ালেন চির-পরিচিত নায়কের ভঙ্গিতেই। হাত তুলে সেরে নিলেন অভিবাদন। কালো চশমার আড়াল থেকেই মেপে নিলেন উৎসাহী ভিড়কে।
আরও পড়ুন: Rana Sarkar: নতুন পরিচালকের সঙ্গে হাত মিলিয়ে 'মীরজাফর'-কে বড়পর্দায় নিয়ে আসছেন রানা
তার পরেও উৎসব যেন বাকি ছিল কিছুটা। পূরণ হয়ে গেল এক ট্যুইটে। জনসমুদ্রের সঙ্গে নিজস্ব পোস্ট করে সাগরের প্রতি ভালবাসা বুঝিয়ে দিলেন শাহরুখ নিজেই। লিখলেন, 'সাগরের সামনে বাস করার অভিজ্ঞতা অতি সুন্দর। জন্মদিনে ভালবাসার সমুদ্র চারিদিক থেকে ঘিরে ফেলেছে আমাকে। ধন্যবাদ। আমাকে এত বিশেষ বলে অনুভব করানোর জন্য সকলের কাছে কৃতজ্ঞ এবং আনন্দিত'।