Raj Chakraborty: রাজকে পরিচালকের আসন থেকে সরিয়ে, তাঁর চেয়ারে এবার নতুন কেউ?
Subhasree Ganguly on Raj Chakraborty : সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে, শুভশ্রী লিখেছেন, 'লাইটস, ক্যামেরা, অ্যাকশন'। এরপরে আরও একটি ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী
![Raj Chakraborty: রাজকে পরিচালকের আসন থেকে সরিয়ে, তাঁর চেয়ারে এবার নতুন কেউ? Subhasree Ganguly shares photo Yuvaan with Raj Chakraborty Entertainment News Tollywood Raj Chakraborty: রাজকে পরিচালকের আসন থেকে সরিয়ে, তাঁর চেয়ারে এবার নতুন কেউ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/30/deaa3770b6b33f005ee5a8f455c33e63171975336054749_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বাবার জায়গায় ছেলে। ছোট্ট থেকেই যে খুদে বেড়ে উঠছে 'লাইটস, ক্যামেরা, অ্যাকশন'-এর দুনিয়ায়, তাঁর পক্ষে খুদে বয়সে পরিচালকের চেয়ারে বসা, পরিচালকের মাইক হাতে নেওয়া এমনটা নতুন নয়। এই প্রথমও নয়। সোশ্যাল মিডিয়ায় ফের একবার মন ভাল করা ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। রাজ নয়, শ্যুটিং ফ্লোরে পরিচালকের চেয়ারে, পরিচালকের মাইক হাতে বসে রয়েছে ছোট্ট ইউভান!
সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে, শুভশ্রী লিখেছেন, 'লাইটস, ক্যামেরা, অ্যাকশন'। এরপরে আরও একটি ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে ক্যামেরা হাতে নির্দেশ দিচ্ছেন রাজ আর তাঁর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইউভান। খুদের এই ছবি দেখে নেটদুনিয়া প্রশংসাই করেছে। সৌমিতৃষা লিখেছেন, 'আগে তো ভাবতাম হিরো হবে.. এখন দেখছি পরিচালকও হবে।' আরও একজন লিখেছেন, 'পৃথিবীর সেরা পরিচালক হবে তো।'
প্রসঙ্গত, সামনেই মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত 'বাবলি' (Babli)। বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। এই উপন্যাস অনেকেরই পড়া, জনপ্রিয়ও বেস। গল্পের নামভূমিকায় থাকা চরিত্র 'বাবলি' , বেশ মোটাসোটা। তবে মোটা হওয়া নিয়ে তার একটু দ্বন্দ্ব রয়েছে মনে। আর ছবির নায়ক অভি? সে এক্কেবারে উল্টো। সাঁতার থেকে শুরু করে ব্যাডমিন্টন, সবেতেই সে খুবই পোক্ত। এহেন বাবলি আর অভি কাছাকাছি আসে একে অপরের। প্রেমে পড়ে। বাবলির নিজের মোটা হওয়া নিয়ে 'অবসেশন' থাকলেও, অভির কাছে এসে যেন কেটে যায় সবটা। কিন্তু কাছাকাছি এসেও যেন পরিণতি পায় না বাবলি আর অভির গল্প। এখানে বৃষ্টিভেজা বাবলি আর অভির প্রেমকে ভারি স্নিগ্ধতার সঙ্গেই তুলে ধরেছেন পরিচালক। আগামী মাসেই মুক্তি পাওয়ার কথা এই ছবির।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)