Deltacron : কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন, কতটা মারাত্মক হতে পারে
New Covid variant : মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, কতটা ভয়ঙ্কর হতে পারে এই ডেল্টাক্রন ?
ঝিলম করঞ্জাই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঋত্বিক মণ্ডল , কলকাতা : করোনার দ্বিতীয় ঢেউয়ের মূলে ছিল ডেল্টা (Delta)। তৃতীয় ওয়েভের মূলে রয়েছে ওমিক্রন (Omicron) । করোনার তৃতীয় ঢেউয়ে (Corona Third Wave) যখন বেসামাল গোটা বিশ্ব, তখন, করোনার একটি মিশ্র স্ট্রেন উদ্বেগ বাড়াচ্ছে। যার পোশাকি নাম, ডেল্টাক্রন ( Deltacron)। সম্প্রতি, সাইপ্রাসের একটি গবেষণাগারে এরকম ২৫ জন করোনা রোগীর খোঁজ পাওয়া গেছে যাঁদের শরীরে এমন একটি স্ট্রেনের হদিশ পাওয়া গেছে, যেখানে ডেল্টা ও ওমিক্রন উভয়ের RNA’র উপস্থিতি রয়েছে।
এখন মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, কতটা ভয়ঙ্কর হতে পারে এই ডেল্টাক্রন ? ভাইরোলজিস্ট অমিতাভ নন্দী জানালেন, ' কোনটা ডেল্টা-কোনটা ওমিক্রন, তা জানার দরকার নেই। উপসর্গ তো সব একই ধরনের হচ্ছে। সব সময়ই হয় নতুন নতুন স্ট্রেন আসতে থাকে। আরও ভ্যারিয়েন্ট আসবে। সেটা নিয়ে ভেবে সাধারণ মানুষের কী হবে ? '
চিকিৎসক দেবকিশোর গুপ্ত জানাচ্ছেন, এই স্ট্রেন সাইপ্রাসে পাওয়া গিয়েছে। আমাদের দেশে এখনও আসেনি। এই নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
আরও পড়ুন -
উদ্বেগজনক দেশে করোনার দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৭৭
ভারতে ওমিক্রনের তিনটি উপজাতি খুঁজে বের করেছেন বিজ্ঞানীরা। সেগুলি হল -
- BA.1
- BA.2
- BA.3
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ INSACOG’র তথ্য অনুযায়ী,
- মহারাষ্ট্রে ওমিক্রনের BA.1 উপজাতির উপস্থিতি বেশি।
- বিহার ও পশ্চিমবঙ্গে হানা দিয়েছে ওমিক্রনের BA.2 উপজাতি।
গবেষণা চলছে এই উপজাতিগুলির তফাৎ আর মারণ ক্ষমতা কতটা, সেটা জানার।
ভারতের করোনা আপডেট : - কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭৭ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৪৬।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )