জেএনইউ: ‘পুলিশ তার তদন্ত করবে, মার খেয়েছি আমার কাছেও প্রমাণ আছে’, পাল্টা ঐশী
ঐশীর আশা, তদন্ত নিরপেক্ষ হবে। তিনি বলেন, দেশের বিচারব্যবস্থার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে।
নয়াদিল্লি: জেএনইউ হিংসাকাণ্ডে অভিযুক্ত হিসেবে শুক্রবার দিল্লি পুলিশ তাঁর নাম ঘোষণা করার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভানেত্রী ঐশী ঘোষ জানিয়ে দিলেন, পুলিশ তাদের মত তদন্ত করতেই পারে। তবে, তাঁর ওপর যে হামলা হয়েছিল, সেই সংক্রান্ত প্রমাণও রয়েছে তাঁর কাছে।
JNUSU president elect Aishe Ghosh: We have not done anything wrong. We are not scared of Delhi Police. We will stand by the law and take our movement ahead peacefully and democratically. pic.twitter.com/N6MCMIYwnI
— ANI (@ANI) January 10, 2020
ঐশীর আশা, তদন্ত নিরপেক্ষ হবে। তিনি বলেন, দেশের বিচারব্যবস্থার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আমার বিশ্বাস, তদন্ত ঠিকঠাক হবে। আমি ঠিক বিচার পাব। তিনি যোগ করেন, পুলিশ তাদের মত তদন্ত করতেই পারে। তবে, আমার কাছেও প্রমাণ আছে যে, আমার ওপর হামলা হয়েছিল। এরসঙ্গেই ঐশীর প্রশ্ন, দিল্লি পুলিশ কেন পক্ষপাতদুষ্ট? তিনি বলেন, আমার অভিযোগ এফআইআর হিসেবে গৃহীত হয়নি। আমি কোনও হামলা চালাইনি।
JNUSU president elect Aishe Ghosh on being named as a suspect by Delhi Police in JNU violence case: Delhi Police can do their inquiry. I also have evidence to show how I was attacked. pic.twitter.com/ursxExW7Uk
— ANI (@ANI) January 10, 2020
এদিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব অমিত খাড়ের সঙ্গে দেখা করেন ঐশী। তিনি জানান, মন্ত্রকের তরফে তাঁকে সম্পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে। বলেন, ওরা আশ্বস্ত করে জানিয়েছে, এই বিষয়ে ইতিবাচকভাবেই হস্তক্ষেপ করা হবে এবং শীঘ্রই একটি নির্দেশিকা জারি করা হবে।
JNUSU president Aishe Ghosh: I have full faith in the law & order of this country that investigation will be fair. I will get justice. But why is Delhi Police bias? My complaint has not been filed as an FIR. I have not carried out any assault. https://t.co/qMIzyrBlbv
— ANI (@ANI) January 10, 2020
এদিন ঐশী বলেন, আমরা কোনও ভুল করিনি। আমরা দিল্লি পুলিশকে ভয় পাই না। আমরা আইন মেনে আন্দোলনকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে এগিয়ে নিয়ে যাই। জেএনইউ উপাচার্যকে বরখাস্তের বিষয়ে এখনও তাঁরা যে অনড়, তাও এদিন মনে করিয়ে দেন ঐশী। বলেন, জেএনইউএসইউ(জেএনইউ ছাত্র সংগঠন) তার দাবিতে অনড়। আমরা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রককেও সেই কথা জানিয়ে দিয়েছি।
MHRD Secretary Amit Khare held a meeting with JNU administration&students of JNU. MHRD asks UGC to bear the cost of Service & Utility charges, JNU students will not have to bear these charges. MHRD appeals to JNU students to withdraw their agitation. https://t.co/Pjifx3yssM
— ANI (@ANI) January 10, 2020