এক্সপ্লোর
২০০০ টাকার নোট ছাপানো কমাল রিজার্ভ ব্যাঙ্ক, এল ন্যূনতম স্তরে

নয়াদিল্লি: ২০০০ টাকার নোট ছাপানো ন্যূনতম স্তরে নিয়ে গেল রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, ২০১৬-য় ২০০০-এর নোট চালু হওয়ার পর থেকে ২ বছর যত এই নোট ছাপানো হয়েছে, নতুন বছরে তার সংখ্যা সেই তুলনায় একেবারে কম। ২০১৬-র নভেম্বরে নোটবাতিলের পর নতুন ব্যবস্থা হিসেবে বাজারে আসে ২০০০ টাকার গোলাপি নোট। ৫০০ আর ১০০০ টাকার নোট বাতিল হয়ে যায়। এরপর আসে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। অর্থ মন্ত্রক জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক ও কেন্দ্র কিছুদিন পর পর নোট ছাপানোর পরিমাণ নিয়ে সিদ্ধান্ত নেয়। সেই সময় মুদ্রার মজুতের ওপর নির্ভর করে কত নোট ছাপানো হবে। যখন ২০০০ টাকার নোট ছাপানো শুরু হয়, তখনই ঠিক হয়েছিল, ধীরে ধীরে এই নোট ছাপানো কমিয়ে দেওয়া হবে, কেন না সে সময় এই নোট আনার কারণ ছিল একটাই, বাজারে দ্রুত অর্থের জোগান দেওয়া। রিজার্ভ ব্যাঙ্কের হিসেব বলছে, ২০১৭-র মার্চের শেষ পর্যন্ত ৩২৮.৫ কোটি ইউনিট ২০০০ টাকার নোট বাজারে ছিল। মোট অর্থের মধ্যে ২০০০ টাকার নোটের পরিমাণ ছিল ৫০.২ শতাংশ। ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত এই নোটের সংখ্যা অল্প বেড়ে দাঁড়ায় ৩৩৬.৩ কোটি ইউনিট। ওই সময় পর্যন্ত সব মিলিয়ে ১৮,০৩৭ বিলিয়ন টাকার নোট বাজারে চলত। এর মধ্যে এখন ২০০০ টাকার নোটের পরিমাণ কমে রয়ে গিয়েছে মাত্র ৩৭.৩ শতাংশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো


















