Aseefa Bhutto Zardari: পোলিও দূরীকরণের মুখ তিনি, প্রথা ভেঙে এবার পাকিস্তানের ‘ফার্স্ট লেডি’ হচ্ছেন বেনজির-কন্যা
Pakistan News: আমেরিকা-সব তাবড় দেশে প্রেসিডেন্টের স্ত্রী 'ফার্স্ট লেডি' হিসেবে গন্য হন। মেয়েকে 'ফার্স্ট লেডি' ঘোষণা করে সেই রীতিতে বদল আনতে চলেছেন জারদারি।
লাহৌর: মায়ের দিক থেকে আদ্যোপান্ত রাজনৈতিক পরিবার। রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি নিজেও। এবার খবরের শিরোনামে আসিফা ভুট্টো জারদারি। পাকিস্তানের 'ফার্স্ট লেডি' হওয়ার পথে তিনি। পাকিস্তানে নব নির্বাচিত সরকারের আমলে পুনরায় প্রেসিডেন্ট পদে ফিরেছেন আসিফ আলি জারদারি। স্ত্রী বেনজির ভুট্টোর অবর্তমানে ছোট মেয়ে আসিফাকেই 'ফার্স্ট লেডি' ঘোষণা করতে চলেছেন তিনি। (Aseefa Bhutto Zardari)
আমেরিকা-সব তাবড় দেশে প্রেসিডেন্টের স্ত্রী 'ফার্স্ট লেডি' হিসেবে গন্য হন। মেয়েকে 'ফার্স্ট লেডি' ঘোষণা করে সেই রীতিতে বদল আনতে চলেছেন জারদারি। সেই খবর সামনে আসতেই, ৩১ বছর বয়সি আসিফা শিরোনামে উঠে এসেছেন। আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনও, তা সম্পন্ন হলে 'ফার্স্ট লেডি'র জন্য বরাদ্দ সমস্ত সুযোগ-সুবিধা পাবেন, তেমনই নিয়মন-কানুন মেনে চলতে হবে। (Pakistan News)
বেনজির এবং জারদারির তৃতীয় সন্তান আসিফা। বিলাবল ভুট্টো জারদারি, বখতওয়ার ভুট্টো জারদারির পর ১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসে আসিফার জন্ম হয়। পাকিস্তানেপ প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ২০০৭ সালে খুন হন। আসিফাকে নিয়ে তাই বাড়তি আবেগ রয়েছে। অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং ইউনিভার্সিটি অফ এডিনবরা থেকে পড়াশোনা তাঁর। ২০২০ সালে পাকিস্তান পিপলস পার্টি (PPP)-তে যোগদান করেন।
আরও পড়ুন: Israel-Hamas War: পাঁচ মাসের যুদ্ধে নিশ্চিহ্ন হওয়ার পথে গাজা, মোট নিহত ৩০৮৭৮, শিশুমৃত্যু ১২৩০০
পোলিও দূরীকরণ অভিযানে পাকিস্তানের প্রতিনিধি আসিফা। ফেব্রুয়ারি মাসের নির্বাচনে দলের হয়ে প্রচারেও নামেন তিনি। প্রাক নির্বাচনী প্রধানমন্ত্রী পদপ্রার্থী দাদা বিলাবলের হয়ে প্রচার সারেন। তিন সন্তানকে রাজনীতিতে দেখতে চান বলে একাধিক বার মনের বাসনা প্রকাশ করেছেন জারদারি। তবে গোড়ার দিকে আসিফা রাজনীতিতে আসতে চাননি বলে শোনা যায়। তবে পরিবারের রীতি মেনেই রাজনীতির মঞ্চে এসে পড়েছেন তিনি।
গত ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জারদারি। দ্বিতীয় বারের জন্য ওই পদে আসীন হলেন তিনি। এর আগে, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জারদারি। তবে বেনজিরের অবর্তমানে এতদিন 'ফার্স্ট লেডি'-র স্থান শূন্য ছিল। এবার মেয়েকে সেই জায়গায় অধিষ্ঠিত করতে চলেছেন তিনি। যদিও বরাবরই বাবার পাশে দেখা গিয়েছে আসিফাকে। ২০১২ সালে তালিবানের হাতে আহত মালালা ইউসফজাইকে দেখতে যখন বার্মিংহাম পৌঁছন জারদারি, সেখানেও আসিফা ছিলেন তাঁর ঠিক পাশেই।