Coronavirus In India Live: গত ২৪ ঘন্টায় বাংলায় কমেছে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা
Coronavirus news updates Live : আগেই সতর্কতামূলক পদক্ষেপের আওতায় যাঁরা বুস্টার টিকা নিয়ে নিয়েছেন, তাঁদের এই নেজাল ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই
LIVE
Background
কলকাতা : নতুন করে করোনা (COVID 19) নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। সেই আবহে কোভিড চিকিৎসার অন্তর্ভুক্ত হয়েছে নেজাল ভ্যাকসিন (Nasal Vaccine)। বুস্টার ডোজ হিসেবে তা গ্রহণ করতে পারেন সাধারণ মানুষ। কিন্তু আগেই সতর্কতামূলক পদক্ষেপের আওতায় যাঁরা বুস্টার টিকা নিয়ে নিয়েছেন, তাঁদের এই নেজাল ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। নেজাল ভ্যাকসিন নিয়ে ধন্দ তৈরি হওয়ায় বুধবার সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানান দেশে টিকাকরণের সঙ্গে যুক্ত বিশিষ্ট চিকিৎসক এনকে আরোরা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এনকে অরোরা বলেন, “প্রথম বুস্টার হিসেবেই নেজাল ভ্যাকসিন সুপারিশ করা হয়েছে। যাঁরা সতর্কতামূলক ভাবে দু’টি টিকার পর একটি বুস্টার বা বাড়তি টিকা নিয়ে ফেলেছেন, তাঁদের নেজাল ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। যাঁরা এখনও পর্যন্ত কোনও বুস্টার বা বাড়তি টিকা নেননি, তাঁদের জন্যই এই নেজাল ভ্যাকসিন।”
গত তিন বছর ধরে কোভিডের প্রকোপ অব্যাহত গোটা বিশ্বে। সম্প্রতি ফের পড়শি দেশ চিনে নতুন করে সংক্রমণের বিস্ফোরণ ঘটেছে। সেই আবহে ভারত বায়েটেকের তৈরি নেজাল ভ্যাকসিনকে বুস্টার হিসেবে কোভিড চিকিৎসার অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। ইঞ্জেকশন নয়, ফোঁটার আকারে নাক দিয়ে নেওয়া যাবে এই নেজাল ভ্যাকসিন। ১৮-র ঊর্ধ্বে বয়স এবং দু’টি টিকা নিয়েছেন যাঁরা, তাঁদের জন্যই এই নেজাল ভ্যাকসিন (iNCOVACC)।
এদিকে সরকারি আধিকারিক সূত্রের খবর, আগামী ৪০ দিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দু'বছর আগের ট্রেন্ড অনুযায়ী, জানুয়ারির মাঝামাঝি সময়েই করোনা সংক্রমণ হু হু করে বেড়েছিল। এবারও সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞমহল। আর সেই ট্রেন্ড ধরলে বছর শেষের রাত এবং বর্ষবরণের রাতে ভিড় হবে সর্বত্রই। যেখান থেকে মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে ওমিক্রন (Omicron) ভাইরাসের এই নয়া সাবভ্যারিয়েন্ট।
Coronavirus Live Updates: দেশে এখন অ্যাক্টিভ কোভিড কেস ৩৬০৯ জন
শেষ বুলেটিন অনুযায়ী ভারতে নতুন করে কোভিড আক্রান্ত ২৪৩ জন। এখন অ্যাক্টিভ কেস ৩৬০৯ জন
Covid 19 News Live: গত ২৪ ঘন্টায় কমেছে কোভিড আক্রান্তের সংখ্যা
৩০ ডিসেম্বরের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায়, কোভিড কমে পজিটিভ ৫ জন । তবে এইমুহূর্তে কোভিডে মৃত্যু শূন্য রয়েছে বাংলা। শেষ পাওয়া বুলেটিনের তথ্য অনুযায়ী, হোম আইসোলেশনে রয়েছেন ৪৮ জন। উৎসবের মরসুমে এখনও হাসপাতালে চিকাৎসাধীন ১১ জন
Coronavirus Live Updates: চিন থেকে এলেই রুটিন পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে মনে করছে না জার্মানি।
অন্য পথে হাঁটল জার্মানি। চিন থেকে এলেই রুটিন পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে মনে করছে না জার্মানি।
Covid 19 News Live: কোভিড নিয়ে বৈঠক INSACOG-এর
INSACOG জিনোম সিকোয়েন্স নিয়ে বৈঠক করেছে এদিন, ভারতে কতরকম কোভিড ভ্যারিয়েন্ট রয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে।
Coronavirus Live Updates: চিন থেকে এলেই কোভিড পরীক্ষা, বাধ্যতামূলক কোন কোন দেশের?
আমেরিকা, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি, জাপান এবং তাইওয়ান-এই কটি দেশ চিনের থেকে কোনও যাত্রী আসার ক্ষেত্রে কোভিড সতর্কতা জারি করেছে। ওই দেশ থেকে যাঁরাই আসবেন তাঁদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।