Coronavirus In India Live: গত ২৪ ঘন্টায় বাংলায় কমেছে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা
Coronavirus news updates Live : আগেই সতর্কতামূলক পদক্ষেপের আওতায় যাঁরা বুস্টার টিকা নিয়ে নিয়েছেন, তাঁদের এই নেজাল ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই
LIVE

Background
Coronavirus Live Updates: দেশে এখন অ্যাক্টিভ কোভিড কেস ৩৬০৯ জন
শেষ বুলেটিন অনুযায়ী ভারতে নতুন করে কোভিড আক্রান্ত ২৪৩ জন। এখন অ্যাক্টিভ কেস ৩৬০৯ জন
Covid 19 News Live: গত ২৪ ঘন্টায় কমেছে কোভিড আক্রান্তের সংখ্যা
৩০ ডিসেম্বরের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায়, কোভিড কমে পজিটিভ ৫ জন । তবে এইমুহূর্তে কোভিডে মৃত্যু শূন্য রয়েছে বাংলা। শেষ পাওয়া বুলেটিনের তথ্য অনুযায়ী, হোম আইসোলেশনে রয়েছেন ৪৮ জন। উৎসবের মরসুমে এখনও হাসপাতালে চিকাৎসাধীন ১১ জন
Coronavirus Live Updates: চিন থেকে এলেই রুটিন পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে মনে করছে না জার্মানি।
অন্য পথে হাঁটল জার্মানি। চিন থেকে এলেই রুটিন পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে মনে করছে না জার্মানি।
Covid 19 News Live: কোভিড নিয়ে বৈঠক INSACOG-এর
INSACOG জিনোম সিকোয়েন্স নিয়ে বৈঠক করেছে এদিন, ভারতে কতরকম কোভিড ভ্যারিয়েন্ট রয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে।
Coronavirus Live Updates: চিন থেকে এলেই কোভিড পরীক্ষা, বাধ্যতামূলক কোন কোন দেশের?
আমেরিকা, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি, জাপান এবং তাইওয়ান-এই কটি দেশ চিনের থেকে কোনও যাত্রী আসার ক্ষেত্রে কোভিড সতর্কতা জারি করেছে। ওই দেশ থেকে যাঁরাই আসবেন তাঁদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
