(Source: ECI/ABP News/ABP Majha)
Arvind Kejriwal:বহাল জামিনের নির্দেশের উপর স্থগিতাদেশ, আপাতত জেলেই থাকছেন কেজরি
Delhi Liquor Policy Case:নিম্ন আদালতের জামিনের নির্দেশে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল্লি হাইকোর্ট দিয়েছিল, মঙ্গলবার সেই নির্দেশই বহাল রইল এদিন।
নয়াদিল্লি: রেহাই মিলল না দিল্লি হাইকোর্টে, আপাতত জেলেই থাকছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal To Stay In Jail) । নিম্ন আদালতের জামিনের নির্দেশে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল্লি হাইকোর্ট দিয়েছিল, মঙ্গলবার সেই নির্দেশই বহাল রাখল তারা। শুধু তাই নয়। জামিন মঞ্জুর করার সময় রাউস অ্যাভিনিউ আদালত 'বিচারবুদ্ধি প্রয়োগ করেনি' বলেও এদিন পর্যবেক্ষণ দেয় দিল্লি হাইকোর্ট। নিম্ন আদালতের রায়ে ত্রুটি ছিল, এমনও মন্তব্য করা হয়।
যা যা হল...
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত মার্চে গ্রেফতার করা হয় সেখানকার মুখ্যমন্ত্রী তথা আপ নেতাকে। নিম্ন আদালত তাঁর জামিনের আর্জি হালেই মঞ্জুর করেছিল। কিন্তু যে দিন কেজরির জেল থেকে বেরোনোর কথা, সে দিনই দিল্লি হাইকোর্টে একেবারে শেষ মুহূর্তে আপিল করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের দাবি ছিল, নিম্ন আদালত তাদের সওয়াল শোনেনি। হাইকোর্ট দু-তরফের বক্তব্য শুনে রায় রিজার্ভ করে। তবে সেদিনই কেজরির জামিনের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল। এদিন দিল্লি হাইকোর্ট জানায়, নিম্ন আদালত প্রসিকিউশনকে তাঁদের আবেদনের পক্ষে সওয়াল করার যথেষ্ট সময়টুকু দেয়নি। পাশাপাশি, পিএমএলএ আইনের আওতায় কোন শর্তে জামিন দেওয়া যেতে পারে, সেই নিয়ে আলোচনাও করেনি। এই আইনের আওতায়ই মামলা দায়ের হয়েছিল কেজরির বিরুদ্ধে। হাইকোর্টের পর্যবেক্ষণ, 'এই আদালত তাই মনে করে, যে ভ্যাকেশন জাজ রেকর্ডে থাকা তথ্য এবং ইডির আবেদন যথেষ্ট খতিয়ে দেখেননি। তাই এবার ওই আবেদনে মান্যতা দেওয়া হল এবং আগের রায়ের বাস্তব-প্রয়োগে স্থগিতাদেশ দেওয়া হল।'
এবার...
দিল্লি হাইকোর্টের এদিনের বক্তব্যের পর আপাতত সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে। সোমবারই এ ব্যাপারে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু দিল্লি হাইকোর্ট রায় দেওয়ার আগে এই বিষয়ে হস্তক্ষেপে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, হাইকোর্টের এই গতিবিধি 'খুব পরিচিত নয়।' বিচারপতি মনোজ মিশ্র বলেন, 'যে সব ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া হয়, সে সব ক্ষেত্রে রায় রিজার্ভ না করে তখনই দিয়ে দেওয়া হয়ে থাকে। এখানে যা হয়েছে, সেটা খুব পরিচিত নয়।' তবে একই সঙ্গে শীর্ষ আদালতের বিচারপতিরা বলেন, 'আমরা এখন কোনও অর্ডার দিলে তাতে আগেভাগে বিষয়টির গতিবিধি নির্ধারণ করা হয়ে যেতে পারে...এটি কিন্তু নিম্ন আদালত নয়।'
আরও পড়ুন:মিলেছে দমকলের অনুমতি, মঙ্গলবার খুলল অ্যাক্রোপলিস মল