এক্সপ্লোর
Advertisement
২টি এফআইআর দায়ের পুলিশের, ফি বৃদ্ধি ‘অছিলা’, জেএনইউয়ের আন্দোলন ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
এদিন সংসদে জেএনইউয়ের পড়ুয়াদের আন্দোলন মোকাবিলায় গতকালের ‘পুলিশি আচরণে’র ‘উচ্চ পর্যায়ের তদন্ত’ চাওয়া হয়। লোকসভায় জিরো আওয়ারে কংগ্রেসের টি এন প্রথাপন ও বিএসপি এমপি দানিশ আলি দাবি করেন, পড়ুয়াদের ওপর পুলিশের লাঠি চলেছে, যা নিন্দাজনক। এর বিস্তারিত তদন্ত হওয়া উচিত। দুপুর ২টো পর্যন্ত রাজ্যসভায় কাজকর্ম মুলতুবি থাকে।
নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) পড়ুয়াদের হস্টেল ফি বৃদ্ধি-বিরোধী আন্দোলনকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। ফি বৃদ্ধি অজুহাত মাত্র, কটাক্ষ করেছেন তিনি। গতকাল জেএনইউয়ের ছাত্রছাত্রীদের সংসদ অভিযান কর্মসূচি ঘিরে ব্যাপক অশান্তি হয় রাজধানীতে। পুলিশের বিরুদ্ধে শান্তিপূর্ণ সংসদ অভিযানে লাঠিচালনার অভিযোগ তুলেছেন পডু়য়ারা। তাঁদের কয়েকজনের মাথা ফেটেছে বলে দাবি তাদের। অভিযোগ অস্বীকার করে পাল্টা পড়ুয়াদের দিকেই হিংসাত্মক আচরণের অভিযোগে আঙুল তুলেছে পুলিশ সহ কয়েকটি মহল।
এই প্রেক্ষাপটেই বিজেপি নেতা গিরিরাজের বক্তব্য, যারা জেএনইউকে ‘শহুরে নকশালপন্থা’র কেন্দ্রে পরিণত করতে চায়, তাদের কার্যকলাপে রাশ টানতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যে কঠোর পদক্ষেপ করেছে, তারই প্রতিক্রিয়ায় হস্টেল ফি বৃদ্ধি বিরোধী এই আন্দোলন। ফি বৃদ্ধিটা অছিলা। জেএনইউ কর্তৃপক্ষ নির্ধারিত ফি-র সঙ্গে দিল্লি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের ফি-র তুলনা করে দেখার দাবি করেন গিরিরাজ। বলেন, অতীতে আমরা ‘টুকড়ে টুকড়ে বাহিনী’কে ভারত-বিরোধী স্লোগান দিতে, আফজল গুরুর মৃত্যুবার্ষিকী পালন করতে দেখেছি। মোদী সরকার এসব বন্ধ করেছে। গিরিরাজ আরও বলেন, বর্তমান আন্দোলনের পিছনে আছে একদল ছাত্রছাত্রী যারা অতীতে নিজেদের খুশিমতো যা খুশি করতে পারলেও এখন আর পারছে না।
জেএনইউয়ে স্বামী বিবেকানন্দের মূর্তির অবমাননার প্রসঙ্গ তুলেও তার নিন্দা করে তিনি বলেন, আন্দোলনকারীদের আসল উদ্দেশ্য এ ঘটনাতেই স্পষ্ট।
এদিকে গতকালের ছাত্র বিক্ষোভ কর্মসূচির সূত্রে দুটি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। অরবিন্দ মার্গে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগের ব্যাপারে একটি এফআইআর রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ডিসিপি (দক্ষিণ) অতুল কুমার ঠাকুর। একটি হয়েছে কিষাণগড় থানায়, অপরটি লোধি কলোনি থানায়। ঠাকুর জানিয়েছেন, অরবিন্দ মার্গের ঘটনার ব্যাপারে লোধি কলোনি থানায় এফআইআর রুজু করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ১৮৬ (সরকারি অফিসারকে দায়িত্ব পালনে বাধাদান), ৩৫৩ (সরকারি কর্মীকে দায়িত্ব পালন করা থেকে বিরত রাখতে হামলা বা অপরাধমূলক বলপ্রয়োগ করা), ৩৫২ (সরকারি কর্মচারীকে দায়িত্ব পালন করা থেকে নিবৃত্ত করতে ইচ্ছা করে আঘাত করা), ১৮৮ (সরকারি কর্মচারীর জারি করা আদেশ অমান্য করা) ধারায়। এর সঙ্গে যুক্ত করা হয়েছে আইপিসি-র ১৪৭ (দাঙ্গা-হাঙ্গামার জন্য সাজা), ১৪৮ (মারাত্মক অস্ত্র নিয়ে হাঙ্গামা করা), ১৪৯, ১৫১, ৩৪ ও সরকারি সম্পত্তি আইন নষ্ট হওয়া ঠেকানোর আইনের ৩ অনুচ্ছেদ।
এ ব্যাপারে জেএনইউ ছাত্র সংসদের প্রতিক্রিয়া মেলেনি। তিন সপ্তাহের বেশি সময় ধরে তাদের আন্দোলন চলছিল। গতকালের অশান্তিতে প্রায় ৩০ পুলিশকর্মী, ১৫ পড়ুয়া জখম হয়েছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা গতকালের সংসদ অভিযানে সামিল হয়েছিলেন।
এদিন সংসদে জেএনইউয়ের পড়ুয়াদের আন্দোলন মোকাবিলায় গতকালের ‘পুলিশি আচরণে’র ‘উচ্চ পর্যায়ের তদন্ত’ চাওয়া হয়। কংগ্রেস, বাম ও বিরোধীরা এ নিয়ে সরব হয়। লোকসভায় জিরো আওয়ারে কংগ্রেসের টি এন প্রথাপন ও বিএসপি এমপি দানিশ আলি দাবি করেন, পড়ুয়াদের ওপর পুলিশের লাঠি চলেছে, যা নিন্দাজনক। এর বিস্তারিত তদন্ত হওয়া উচিত। দুপুর ২টো পর্যন্ত রাজ্যসভায় কাজকর্ম মুলতুবি থাকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement