(Source: ECI/ABP News/ABP Majha)
Uttarakhand Election 2022 Predictions: হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি-কংগ্রেসের, ত্রিশঙ্কু ফল হতে পারে উত্তরাখণ্ডে ; ইঙ্গিত সি ভোটার সমীক্ষায়
ABP CVoter 2022 Election Survey : ২০১৭ সাল থেকে পাহাড়ি এই রাজ্যটি তিন জন পৃথক মুখ্যমন্ত্রী পেয়েছে...
দেরাদুন : উত্তরাখণ্ড (Uttarakhand) কার ? চূড়ান্ত ফলাফল জানা যাবে ১০ মার্চ। কিন্তু, তার আগে এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় (ABP News Cvoter Survey) উঠে এল আগাম আভাস। পাহাড়ি এই রাজ্যে এবার ত্রিশঙ্কু হতে পারে ফলাফল। এমনই ইঙ্গিত দিচ্ছে এবিপি নিউজ-সিভোটারের ওপিনিয়ন পোলে।
এই বিধানসভায় ৭০টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৩১ থেকে ৩৭টা আসন। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৩০ থেকে ৩৬টি আসন। অন্যদিকে আপ এই রাজ্যে সবে প্রবেশ করলেও তারা ২ থেকে ৪টি আসন পেতে পারে বলে জনমত সমীক্ষায় উঠে এসেছে। ১টি আসন যেতে পারে অন্যদের ঝুলিতে।
একনজরে ২০১৭-র ফলাফল-
২০১৭-র বিধানসভা নির্বাচনে ৭০টির মধ্যে ৫৭টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। দুটি আসনে লড়াই করে একটি হেরে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের সিনিয়র নেতা হরিশ রাওয়াত।
২০১৭ সাল থেকে পাহাড়ি এই রাজ্যটি তিন জন পৃথক মুখ্যমন্ত্রী পেয়েছে। গত বিধানসভা নির্বাচনে জয়লাভের পর, ১৮ মার্চ মুখ্যমন্ত্রী হন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। এর তিন বছর পর ৯ মার্চ ওই পদ থেকে সরে দাঁড়ান তিনি।
তাঁর পর গেহরওয়ালের সাংসদ তিরথ সিং রাওযাত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ১০ মার্চ, ২০২১। সেই সময় লোকসভার সাংসদ ছিলেন তিরথ। তাই পরবর্তী ছয় মাসের মধ্যে তাঁকে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে আসতে হত। কিন্তু, নির্ধারিত সময়ে তিনি নির্বাচিত না হওয়ায় তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়। তার পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন খাটিমার বিধায়ক পুস্কর সিং ধামি।
এদিকে শেষ বিধানসভা নির্বাচনে কংগ্রেস এই রাজ্যে ১১টি আসন ধরে রাখতে পেরেছিল। সেখানে ২টি আসন পায় নির্দল প্রার্থীরা।
২০২২-এর ভোটপর্ব-
বিজ্ঞপ্তি জারি - ২১ জানুয়ারি
মনোনয়নের শেষ দিন ছিল- ২৮ জানুয়ারি
মনোনয়নের স্ক্রুটিনি-২৯ জানুয়ারি
মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ-৩১ জানুয়ারি
ভোট- ১৪ ফেব্রুয়ারি
ফলাফলি-১০ মার্চ
(ডিসক্লেমার : ১১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে এই সমীক্ষা চালিয়েছে সি ভোটার। ৫ রাজ্যে ১ লক্ষ ৩৬ হাজার ৫৭৯ জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা।)