এক্সপ্লোর
Advertisement
করোনা ভাইরাস: মার্কিন যুক্তরাষ্ট্রে বাদুড় নিয়ে গবেষণা বন্ধের নির্দেশ
অতীতে বাদুড়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ভাইরাস ছড়িয়েছে।
ওয়াশিংটন: করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় বাদুড় নিয়ে যাবতীয় গবেষণা বন্ধ রাখার নির্দেশ দিল মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। সব গবেষককে ই-মেল করে জানিয়ে দেওয়া হয়েছে, মানবদেহ থেকে অন্যান্য প্রাণীদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। সেই কারণেই আপাতত বাদুড় নিয়ে গবেষণা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মৎস্য ও বন্যপ্রাণী বিভাগ।
ওয়াশিংটনের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মৎস্য ও বন্যপ্রাণী বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, ‘করোনা ভাইরাস যেভাবে চরিত্র বদলাচ্ছে, তাতে অনেক স্তন্যপায়ী প্রাণীরই সংক্রামিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে উত্তর আমেরিকায় বাদুড় সহ অন্যান্য প্রাণী ও জন্তুদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে কি না, সেটা এখনও জানা যায়নি। কিন্তু তা সত্ত্বেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’
ঠিক কীভাবে চিনের উহান শহরে প্রথম করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে, সেটা এখনও জানা যায়নি। তবে অনেকেরই সন্দেহ, প্রথমে বাদুড়দের মধ্যে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। তারপর প্যাঙ্গোলিনরা সংক্রামিত হয়। সেখান থেকেই হয়তো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। আবার মানুষের দেহ থেকেও অন্য প্রাণীদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গিয়েছে। একটি চিড়িয়াখানার কর্মীর মাধ্যমে সংক্রামিত হয়েছে বাঘ। এছাড়া কুকুর, বিড়ালও সংক্রামিত হয়েছে। সেই কারণেই সতর্ক মার্কিন প্রশাসন।
অতীতে বাদুড়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ভাইরাস ছড়িয়েছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রে রোগে আক্রান্ত হয়ে বহু বাদুড়ের মৃত্যু হয়েছে। ২০০৬ সালে হোয়াইট নোজ সিনড্রোমের ফলে ৫৫ লক্ষেরও বেশি বাদুড়ের মৃত্যু হয়। এবার যাতে বাদুড়ের মধ্যে করোনা ভাইরাস না ছড়িয়ে পড়ে, সেটা নিশ্চিত করার চেষ্টা করছেন চিকিৎসকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement