Iran-Israel War: রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে নিষিদ্ধ করল ইজরায়েল, কেন ইরানের নিন্দা নয়? প্রশ্ন নেতানিয়াহু সরকারের
Antonio Guterres: ইজরায়েলের বিদেশমন্ত্রী ইজরায়েল কাৎস এই ঘোষণা করলেন।
নয়াদিল্লি: দেশে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটারেসের প্রবেশ নিষিদ্ধ করল ইজরায়েল। একদিন আগে ইজরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সেই নিয়ে গুটারেস দ্ব্যর্থহীন ভাবে ইরানের নিন্দা করতে ব্যর্থ হয়েছেন বলে দাবি ইজরায়েলের। তাই ইজরায়েলে গুটারেসের প্রবেশের অধিকার নেই বলে জানানো হল বুধবার। (Iran-Israel War)
ইজরায়েলের বিদেশমন্ত্রী ইজরায়েল কাৎস এই ঘোষণা করলেন। তাঁর বক্তব্য, 'দ্ব্যর্থহীন ভাবে ইজরায়েলের উপর ইরানের হামলার নিন্দা যদি করতে না পারেন, সে যে কেউই হোন না কেন, ইজরায়েলের মাটিতে পা রাখার কোনও অধিকার তাঁর নেই। ইজরায়েল দেশের নাগরিকদের রক্ষা করে যাবে, জাতীয় অখণ্ডতা বজায় রেখে চলবে, তাতে অ্যান্টোনিও গুটারেস পাশে থাকুন, বা না থাকুন'। (Antonio Guterres)
সোশ্যাল মিডিয়ায় কাৎস লেখেন, 'আজ রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটারেসকে অযোগ্য ঘোষণা করেছি এবং ইজরায়েলে ওঁর প্রবেশ নিষিদ্ধ করেছি। ইনি এমন মহাসচিব, যিনি হামাসের দ্বারা ঘটিত গণহত্যা এবং যৌন নির্যাতনের নিন্দা করেননি। কোনও চেষ্টা চালাননি হামাসকে জঙ্গি সংগঠন ঘোষণা করতে। উনি সন্ত্রাসবাদী, ধর্ষক, খুনি হামাস, হেজবোল্লা এবং হুথিদের মদত জোগান। এখন ইরানকেও মদত জোগাচ্ছেন, যারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মাথা। রাষ্ট্রপুঞ্জের ইতিহাসে উনি কালোদাগ হিসেবে রয়ে যাবেন'।
Today, I have declared UN Secretary-General @antonioguterres persona non grata in Israel and banned him from entering the country.
— ישראל כ”ץ Israel Katz (@Israel_katz) October 2, 2024
Anyone who cannot unequivocally condemn Iran's heinous attack on Israel, as almost every country in the world has done, does not deserve to step…
মঙ্গলবার রাতে ইজরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইরানের আক্রমণ থেকে বাঁচতে আগেই সাইরেন বাজিয়ে নাগরিকদের সতর্ক করে দিয়েছিল সরকার। সেই মতো নিরাপদ বাঙ্কারে আশ্রয় নেন দেশের নাগরিকরা। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করতে যে আয়রন ডোম প্রযুক্তি রয়েছে ইজরায়েলের কাছে, তা বেশ কিছু ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে গুঁড়িয়ে দিলেও, দেশের মধ্য এবং দক্ষিণ ভাগে পর পর ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে।
এই হামলার নিন্দা করে গুটারেস সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'পশ্চিম এশিয়ায় সংঘাতের যে প্রসারণ ঘটছে, লাগাতার সংঘর্ষ বৃদ্ধি পাচ্ছে, তার তীব্র নিন্দা করি। এখনই এটা বন্ধ হওয়া দরকার। যে কোনও ভাবে যুদ্ধবিরতি চাই'। নির্দিষ্ট ভাবে ইরানের নিন্দা কেন করলেন না গুটারেস, তা নিয়েই প্রশ্ন তুলেছে ইজরায়েল। তাদের উপর হামলা চালানোর কারণ হিসেবে ইরান জানিয়েছে, যেভাবে লাগাতার গাজা এবং এখন লেবাননে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তার প্রতিশোধ তুলতেই ইজরায়েলের ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। ইজরায়েল প্রত্যুত্তরে হামলা চালালে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে ইরান।