Jagdeep Dhankar: কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চান ধনকড়, রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক রাজ্যপালের
ত্রের খবর, কেন একদিনে হল না সব পুরসভার ভোট (Municipality Election)? এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনারের (State Election Commission) কাছে জানতে চেয়েছেন রাজ্যপাল।
কলকাতা: কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করাতে চাইছেন রাজ্যপাল (Governor)। সূত্রের খবর, কেন একদিনে হল না সব পুরসভার ভোট (Municipality Election)? এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনারের (State Election Commission) কাছে জানতে চেয়েছেন রাজ্যপাল। বৃহস্পতিবার সকালে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক করেন রাজ্যপাল। আর সেখানেই এই প্রসঙ্গ তুলছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep dhankar)।
উল্লেখ্য, ইতিমধ্যেই পুরভোট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে (Kolkata Highcourt) কড়া প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য সরকার (West Bengal Government) ও রাজ্য নির্বাচন কমিশনকে। রাজ্যে শতাধিক পুরসভায় (Municipality) বকেয়া ভোট কবে হবে? তার দিন ঘোষণা কি আপনাদের সাংবিধানিক দায়িত্ব নয়? এই নিয়েই ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য। আগামী সোমবার এই সংক্রান্ত হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt)।
১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার (Kolkata Municipality Election) ভোট ঘোষণা হলেও, রাজ্যের শতাধিক পুরসভায় এখনও ভোট বাকি। তা নিয়েই এবার কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) কড়া প্রশ্নের মুখে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। কলকাতার নির্বাচনের দিন ঘোষণা হয়েছে।
বাদবাকি পুরসভায় নির্বাচন হবে কবে? বকেয়া ভোটের দিন ঘোষণা কি আপনাদের সাংবিধানিক দায়িত্ব নয়? আগামী সোমবার হলফনামা দিয়ে জানান, কবে বাকি পুরসভায় (Municipality Election) ভোট। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt)।
পরিসংখ্যান বলছে, রাজ্যের মোট পুরসভা ১২৮টি। এর মধ্যে ৬টি পুরনিগম এবং নোটিফায়েড অঞ্চল ১টি। ১২৮টি পুরসভার মধ্যে ১১২টিরই মেয়াদ ফুরিয়ে গেছে।
নতুন পুরসভা হয়েছে ময়নাগুড়ি, ফালাকাটা ও বালি হাওড়া-সহ ১৭টি পুরসভার মেয়াদ তো সেই বছর তিনেক আগে অর্থাৎ ২০১৮ সালেই শেষ হয়ে গেছে। ২০১৯ ও ২০ সালে কলকাতা, বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি-সহ ৯৫টি পুরসভার মেয়াদ শেষ হয়েছে।