Modi - Biden Meet : কলকাতায় মার্কিন বিনিয়োগ? মোদি-বাইডেন বৈঠকে বড় সিদ্ধান্ত
মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক সংস্থা 'গ্লোবাল ফাউন্ডারিজ' সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে কাজ করছে। তারাই কলকাতায় ফ্যাক্টরি গড়ে তুলতে পারে।
কলকাতা : মার্কিন মুলুকে কোয়াড সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩ দিনের সফরে মার্কিন মুলুকে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখান থেকেই এল সুখবর কলকাতাবাসীর জন্য। জো বাইডেনের বাসভবনে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। আর সেখানেই উঠে আসে কলকাতায় সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরির বিষয়ে।
রবিবার বাইডেনের সঙ্গে আলোচনার পরেই রবিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতি জারি করে বলা হয়, কলকাতায় গড়ে উঠতে পারে সেমিকন্ডাক্টর কারখানা। এই বিষয়ে মোদি ও বাইডেন দুজনেই সহমত হয়েছেন বলে জানা গিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক সংস্থা 'গ্লোবাল ফাউন্ডারিজ' সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে কাজ করছে। তারাই কলকাতায় ফ্যাক্টরি গড়ে তুলতে পারে। এই উদ্যোগ ভারতীয় সেমিকন্ডাক্টর মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। জানা যাচ্ছে, এই কারখানায় মূলত ইনফ্রারেড, গ্যালিয়াম নাইট্রেড এবং সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টরস্ তৈরি করা হবে ৷ হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্টটি তৈরি হলে , তা টেলি কমিউনিকেশন , জাতীয় নিরাপত্তা, উন্নত সেন্সিং, পাওয়ার ইলেকট্রনিক্সের ওপর জোর দেবে।
দেশের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত এবং আমেরিকার মধ্যে এই বৈঠকে এমন কতগুলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা থেকে উপকৃত হতে চলেছেন দুই দেশের আম জনতা। আগামী দিনে বৈঠকে আলোচিত বিষয়গুলি বাস্তবায়িত হলে আরও মজবুত হবে দুই দেশের সম্পর্ক বলে মনে করছে কূটনৈতিক মহল ।
ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার সঙ্গেও আলাদা আলাদা বৈঠক করেন বাইডেন। বৈঠকের আগে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট নিজের এক্স হ্য়ান্ডলে লেখেন, আলবানিস, মোদি এবং কিশিদাকে তাঁর বাড়িতে স্বাগত জানানোর কথা বলেন।
কলকাতায় এই প্লান্ট হলে ভারত এবং আমেরিকায় যথেষ্ট কর্মসংস্থান তৈরি হতে পারে। কলকাতার ওই সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট তৈরিকে কেন্দ্র করে আশার আলো দেখছে বাংলা। এখন কলকাতা পাওয়ার সেন্টার কবে গড়ে ওঠে সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar Protest: বিচারের দাবিতে অব্যাহত প্রতিবাদ, পথে নামল নাগরিক সমাজ