এক্সপ্লোর
Advertisement
গুরদাসপুর উপনির্বাচন: ১.৯ লক্ষেরও বেশি ভোটে জিতলেন কংগ্রেস প্রার্থী সুনীল জাখর, রাহুল গাঁধীকে দিওয়ালির উপহার, সিধু
গুরদাসপুর: পঞ্জাবে উপনির্বাচনে দাগ কাটতে পারল না বিজেপি। বিনোদ খন্নার মৃত্যুর পর খালি হওয়া গুরুদাসপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের কাছে প্রায় ২ লক্ষ ভোটের ব্যবধানে হার বিজেপির।
গুরুদাসপুর লোকসভা উপনির্বাচনে জয় ছিনিয়ে নিলেন কংগ্রেস প্রার্থী সুনীল জাখর। ত্রিশঙ্কু এই লড়াইয়ে ১ লক্ষ ৯৩ হাজার ২১৯ ভোট জিতেছেন জাখর। এই জয়ের ফলে প্রাক-দিওয়ালিতে মেতেছেন সেখানকার কংগ্রেস কর্মীরা। আজকের লড়াইয়ের কেন্দ্রে থাকা আসনটি দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত। সেখান থেকে কংগ্রেস এভাবে জয় ছিনিয়ে নেওয়ায়, কার্যত বড় ধাক্কা খেয়েছে বিজেপি। আজকের লড়াইয়ের কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে আপ। তবে সবশেষে মানুষের রায় মেনে নিয়েছে আম আদমি পার্টি। আজকের এই লড়াই ছিল কংগ্রেসের কাছে সম্মানের লড়াই। ছমাস আগেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন জিতে ক্ষমতায় আসে কংগ্রেস।
এই জয়কে কংগ্রেস প্রার্থী জাখর বলেছেন কেন্দ্রের কাছে একটা বড় শিক্ষা। মানুষ যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিতে ক্ষুব্ধ, সেটা এই জয় থেকেই পরিষ্কার। আগে পঞ্জাবে কংগ্রেস পার্টির প্রধান ছিলেন জাখর। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ, জয়ের সঙ্গে সঙ্গেই জাখরকে শুভেচ্ছা জানিয়েছেন।Punjab: Congress's Sunil Jakhar wins #GurdaspurLokSabhaBypoll by 1,93,219 votes pic.twitter.com/rZMlF9qTvX
— ANI (@ANI) October 15, 2017
Congratulations to @sunilkjakhar ji for his impressive win in #Gurdaspur bypoll, it's a victory for @INCPunjab policies & development agenda — Capt.Amarinder Singh (@capt_amarinder) October 15, 2017
Assure people of #Gurdaspur that every single promise made by @sunilkjakhar will be fulfilled and all development works will be fast-tracked — Capt.Amarinder Singh (@capt_amarinder) October 15, 2017প্রবীণ কংগ্রেস নেতা এবং রাজ্যের মন্ত্রী নভজত্ সিধু এই জয় প্রসঙ্গে বলেছেন, তাঁদের পরবর্তী পার্টি প্রেসিডেন্ট রাহুল গাঁধীকে এটা দিওয়ালির উপহার। এপ্রিলে বিনোদ খন্নার মৃত্যুর পর খালি হয়ে যায় গুরুদাসপুর আসনটি। বিজেপি টিকিটে পর পর চারবার এই আসন থেকে জিতেছেন বিনোদ খন্না। এখানে যদি আজ জিততে পারত বিজেপি , তাহলে সেটা পার্টির কাছে একটা বড় পাওনা হত। কারণ, অকালি দলের সঙ্গে জোট বেঁধে প্রায় এক দশক পঞ্জাবে শাসন করেছে বিজেপি। কিন্তু ছ মাস আগে কার্যত পঞ্জাব থেকে মুছে যায় বিজেপি।বিধানসভা নির্বাচনে নটি আসনের মধ্যে চারটি আসন থেকে লড়েছিল বিজেপি। জিতেছিল মাত্র একটিতে। এবার নিজের হারানো ক্ষমতা ফেরানোর জন্যে সবধরনের চেষ্টা করেছিল বিজেপি। এদিকে পঞ্জাব বিধানসভায় ২০টি আসন রয়েছে আপের দখলে। তারাও রাজ্যে দলের গুরুত্ব বাড়াতে এই উপনির্বাচনের দিকে তাকিয়ে ছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement