এক্সপ্লোর
Advertisement
এনডিআরএফ-এ ট্রান্সফার করা যাবে না পিএম কেয়ার্স ফান্ডের টাকা, নির্দেশ শীর্ষ আদালতের
শীর্ষ আদালত পরিষ্কার করে দিয়েছে, এই দুটি ফান্ড আলাদা, মেশানো চলবে না।
নয়াদিল্লি: পিএম কেয়ার্স ফান্ডে জমা হওয়া অর্থ ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড বা এনডিআরএফ-এ সরানো যাবে না। এ ব্যাপারে একটি আবেদন আজ প্রত্যাখ্যান করল সুপ্রিম কোর্ট। পিএম কেয়ার্স ফান্ডকে এনডিআরএফ-এ ট্রান্সফার করা ও জাতীয় বিপর্যয়ের ক্ষেত্রে ত্রাণকার্যে ব্যবহার করার জন্য একটি যোজনা তৈরির দাবিতে সুপ্রিম কোর্টে আজ শুনানি হয়। কিন্তু শীর্ষ আদালত পরিষ্কার করে দিয়েছে, এই দুটি ফান্ড আলাদা, মেশানো চলবে না।
করোনার জেরে যে রাষ্ট্রীয় সঙ্কট তৈরি হয়েছে তাতে ত্রাণ দেওয়ার জন্য নতুন যোজনা তৈরির দাবিতে শুনানিতে শীর্ষ আদালত বলেছে, গত নভেম্বরে এ জন্য তৈরি যোজনাই যথেষ্ট, আবার আলাদা করে যোজনা তৈরি নিষ্প্রয়োজন। পিএম কেয়ার্সে জমা পড়া টাকা এনডিআরএফ-এ ট্রান্সফার করার দাবি উচিত নয় বলেও জানিয়েছে আদালত। পিএম কেয়ার্সে লোকে নিজের ইচ্ছেমত টাকা দেন। তেমন এনডিআরএফ-এও আর্থিক সাহায্য করতে পারেন। সুপ্রিম কোর্টের এই রায়ের পর রাহুল গাঁধী সহ কংগ্রেসকে আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, শীর্ষ আদালতের এই রায় রাহুল ও তাঁর ভাড়া খাটা বিক্ষোভকারীদের ওপর বড় আঘাত। তাঁরা পিএম কেয়ার্স ফান্ডের টাকা খরচের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দেশবাসী ভালভাবে জানেন, কীভাবে প্রাইম মিনিস্টার্স ন্যাশনাল রিলিফ ফান্ডের টাকা নিজেদের পরিবারের ট্রাস্টগুলিতে সরিয়ে দেয় গাঁধী পরিবার। সেই পাপ ঢাকতে আজ পিএম কেয়ার্স ফান্ডের গায়ে কালি ছেটানোর চেষ্টা করছে তারা।
করোনার সঙ্গে লড়াইয়ে প্রধানমন্ত্রী শুরু করেন পিএম কেয়ার্স ফান্ড। দেশের নামী সব শিল্পপতি থেকে সাধারণ মানুষ- সবাই এই ফান্ডে অর্থ সাহায্য করেছেন। করোনা সংক্রান্ত খরচে এই অর্থ বরাদ্দ হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement