Bhai Phota 2021: ভাই-বোনের বন্ধন উদযাপনের বার্ষিক পার্বণ, কর্মব্যস্ততাকে দূরে সরিয়ে উৎসবে সামিল রাজনীতিকরাও
Politicians Participated in Bhai Phota: আজ দ্বিতীয়াতেও ফোঁটা দেওয়ার ব্যস্ততা তুঙ্গে। বাড়ি বাড়ি রকমারি খাবারের আয়োজন ৷ পছন্দসই মিষ্টি ভাইয়ের পাতে তুলে দিতে সকাল থেকেই মিষ্টির দোকানে লম্বা লাইন ৷
কলকাতা: আজ ভাইফোঁটা (Bhai Phota) ৷ ভাই-বোনের বন্ধন উদযাপনের বার্ষিক পার্বণ। ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু প্রার্থনার দিন ৷ গতকাল প্রতিপদে অনেকেই ফোঁটা দিয়েছেন। আজ দ্বিতীয়াতেও ফোঁটা দেওয়ার ব্যস্ততা তুঙ্গে। বাড়ি বাড়ি রকমারি খাবারের আয়োজন ৷ পছন্দসই মিষ্টি (Sweets) ভাইয়ের পাতে তুলে দিতে সকাল থেকেই মিষ্টির দোকানে (Sweet Shop) লম্বা লাইন ৷ ভাইয়েরাও নতুন পোশাক পরে বোনেদের জন্য উপহার (Gifts) নিয়ে ফোঁটা নিচ্ছেন ৷
আজকের দিনে রাজনীতি (Politics) নয়। যাবতীয় কর্মব্যস্ততাকে দূরে সরিয়ে ভাই ফোঁটার পার্বণে সামিল রাজনীতিকরাও (Politician)। বাড়িতে বাড়িতে ইতিমধ্যেই শুরু ভাইফোঁটার অনুষ্ঠান। ভাই-বোন নিয়ে জমজমাট পরিবার। বাঁশদ্রোণীতে ভাইয়ের বাড়িতে ভাইফোঁটার আয়োজনে ব্যস্ত তৃণমূল (TMC) সাংসদ মালা রায় (Mala Roy)। এদিন তিনি বলেন, “একেবারেই অন্য ধরনের একটা নিয়ম। যেটা সত্যিই মনের তাগিদে পালন করি। সারা বছর দেখা না হলেও এই বিশেষ দিনটার জন্য অপেক্ষা করি।’’ লেকটাউনে নিজের বাড়িতে বড়দির কাছে ফোঁটা নিলেন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। দমকলমন্ত্রীর কথায় উঠে এল, প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের(Subrata Mukherjee) বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠানের প্রসঙ্গ।
সিঁথির মোড়ে বোনের বাড়িতে এসে দাদার সঙ্গে ফোঁটা নিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য (Tanmoy Bhattacharya)। ডায়বেটিস থাকলেও মিষ্টি খেতে পছন্দ করেন প্রাক্তন বিধায়ক। তাই দাদার প্রিয় মাখা সন্দেশ সাজিয়ে দিয়েছিলেন বোন। অন্যদিকে বাঁকুড়া (Bankura) শহরের চাঁদমারিডাঙায় বোনের বাড়িতে এসে ফোঁটা নিলেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar)। যাদবপুরের রিজেন্ট এস্টেটে বোন ও দুই দিদির কাছে ফোঁটা নিলেন বিজেপি নেতা রাহুল সিন্হা। "এই ফোঁটার জোরেই সব ভাইরা সব বিপদ থেকে মুক্ত থাকে,'' বললেন রাহুল।
পুরাণ অনুযায়ী, যম এই দিনেই তার বোন যমুনার থেকে ভাইফোঁটা নিয়েছিলেন। আবার আরেক মত অনুযায়ী, নরকাসুরকে বধ করে কৃষ্ণ সুভদ্রার কাছে যান। বোন সুভদ্রায় কপালে ফোঁটা দেন। মনে করা হয় তার থেকেই এই ভাইফোঁটা শুরু হয়।
আরও পড়ুন: Bhai Dooj 2021: ভাইফোঁটা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর