(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Update আগামী তিনদিন রাজ্যে প্রাক-বর্ষা বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস আবহাওয়া দফতরের
দু’এক জায়গায় বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে
কলকাতা: আগামী তিনদিন রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু’এক জায়গায় বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে নদীয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, বঙ্গোপসাগরের সক্রিয় হতে শুরু করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এর ফলে, সাগর থেকে দখিনা বাতাস ও দক্ষিণ পশ্চিম বাতাসে ভর করে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে।
এরই মধ্যে আগামীকাল কেরলে ঢুকছে মৌসুমী বায়ু। দেশে বর্ষার আগমন হচ্ছে নির্ধারিত সময়ের ২দিন পর। ভারতের মূল ভুখণ্ডে বর্ষা আসার আগে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দেশে।
এবারের বর্ষায় উত্তর-পূর্ব ভারতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের ভ্রুকুটি। স্বাভাবিক গড় বৃষ্টির ৯৫ শতাংশ বৃষ্টি হতে পারে উত্তর-পূর্ব ভারতে, পূর্বাভাসে জানাল মৌসম ভবন।
কবে বাংলায় ঢুকবে বর্ষা? সবার মুখে মুখে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আগামী ২ সপ্তাহের মধ্যেই বর্ষা ঢুকতে পারে এ রাজ্যে। গত ২ দিন ধরে রাজ্যে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। কোথাও হয়েছে বজ্রবিদ্যুৎ সহ মুষল ধারে বৃষ্টি, কোথাও হালকা থেকে মাঝারি।
এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর সূত্রে খবর, স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খণ্ড, অসম ও পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহার সংলগ্ন উত্তরবঙ্গে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার জেরে, বুধবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এরইসঙ্গে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তবে তারা এও জানিয়েছেন, বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকায় বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া।