Kabul Blast: কাবুলে ফের মসজিদে বিস্ফোরণ, বহু মৃত্যুর আশঙ্কা
Bomb Blast: আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কাবুলে একটি মসজিদ চত্বরে বোমা বিস্ফোরণ হয়েছে। হামলার ঘটনায় একাধিক জখম এবং মৃত।
নয়াদিল্লি: ফের রক্তাক্ত কাবুল। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কাবুলে একটি মসজিদ চত্বরে বোমা বিস্ফোরণ হয়েছে। হামলার ঘটনায় একাধিক জখম এবং মৃত। কাবুলের নিরাপত্তা সংক্রান্ত দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। জখম আরও অনেকে। বিস্ফোরণের কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসনের সন্দেহ।
কোথায় বিস্ফোরণ:
আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, কাবুলের দারুল-আমান এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে। সূত্রের খবর, যাঁরা আহত এবং যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা সকলেই প্রার্থনাকারী ছিলেন। স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশের দাবি, বিস্ফোরণের অভিঘাত যা ছিল তাতে আরও অনেকের মৃত্যু হয়ে থাকতে পারে। এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও সংগঠন।
Blast Hits Kabul Mosque, Death Toll at 5, Many Wounded#TOLOnews https://t.co/jkhJTPkhFr
— TOLOnews (@TOLOnews) April 29, 2022
এর আগেও হামলা:
গত মাসখানেকের মধ্যে বারবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে আফগানিস্তানে। তার মধ্যে কাবুলেও বোমা বিস্ফোরণ হয়েছে। চলতি মাসেই কাবুলে একটি স্কুলে বোমা বিস্ফোরণ হয়েছিল। সেই ঘটনায় একাধিক মৃত্যু হয়েছিল। যে স্কুলের চত্বরে বিস্ফোরণটি ঘটানো হয়েছিল, সেটি মূলত শিয়া অধ্য়ুষিত। তার আগে এপ্রিলের প্রথম সপ্তাহে পুল-ই-কিস্ত মসজিদে গ্রেনেড হামলা হয়। সেখানেও বেশ কয়েকজন জখম হয়েছিলেন। সেই সময়েই কয়েকদিন আগে-পরে কাবুলে গ্রেনেড হামলা হয়েছে। সেই ঘটনাতেও মারা গিয়েছিলেন একজন।
দীর্ঘ দু'দশক পর মার্কিন এবং ন্যাটো যৌথবাহিনী দেশ ছাড়তে শুরু করলে, গত বছরের আগস্টেই আফগানিস্তানের মসনদ দখল করে তালিবান। দেশে স্থিতাবস্থা ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য বলে বরাবর দাবি করছে তালিবান সরকার। কিন্তু তালিবান শাসন কায়েম হওয়ার পর অশান্তি আরও বেড়েছে। তালিবানের প্রতিপক্ষ হিসেবে সেখানে মাথাচাড়া দিয়ে উঠছে ISIS-এর মতো কুখ্যাত জঙ্গি সংগঠন।
আরও পড়ুন: চমকে দেওয়ার মতো ডিজাইন, কনসেপ্ট এসইউভিতে নজর কাড়ল 'Tata Avinya'