এক্সপ্লোর
Anant-Radhika Wedding: জেহ-তৈমুরের ন্যানি একসময় দেখাশোনা করেছেন অনন্তেরও, মুকেশ-পুত্রের বিয়েতে আমন্ত্রণ পেয়ে আপ্লুত ললিতা
Lalita Dsilva: ছোটবেলার 'সঙ্গী'। অনন্ত আম্বানিকে দেখাশোনা করতেন তিনি। এরপরে কেটেছে দীর্ঘ সময়। অনন্তের নাম-যশ সবই হয়েছে। তবে মনে রেখেছেন ছোটবেলার ন্যানি ললিতা ডি'সিলভাকে। বিয়েতে জড়িয়ে তুললেন সেলফি।

অনন্ত-রাধিকার বিয়েতে ললিতা ডি'সিলভা
1/10

ললিতা ডি'সিলভা। তাঁকে নামে অনেকেই হয়তো চেনেন না, কিন্তু তাঁর মুখ বেশিরভাগ নেটিজেনেরই চেনা। সেফ-করিনার দুই ছেলে তৈমুর ও জেহ-র সঙ্গে প্রায়ই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবি: Instagram
2/10

ঠিকই ধরেছেন। কথা হচ্ছে তৈমুর ও জেহ-র ন্যানির। যিনি দেখাশোনা করেন তারকা সন্তানদের। তবে শুধু পতৌদি পরিবারেই নয়, তিনি অনন্ত আম্বানির ছোটবেলায় তাঁরও দেখাশোনা করেছেন। ছবি: Instagram
3/10

সম্প্রতি বিয়ে সেরেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। নিজের জীবনের এই বিশেষ অধ্যায় শুরুর সময় ছোটবেলার সঙ্গী, ললিতা ডি'সিলভাকে নিমন্ত্রণ করতে ভোলেননি তিনি। ছবি: Instagram
4/10

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ললিতা। সেখানে গিয়ে বেশ কিছু ছবি তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কৃতজ্ঞতা স্বীকার করেন ক্যাপশনে। ছবি: Instagram
5/10

ললিতা দিন কয়েক আগে একটি পুরনো ছবি পোস্ট করেন। সেখানে বালক অনন্তের হাত ধরে ললিতা, ছবিটি তোলা প্যারিসের ডিজনি ওয়ার্ল্ডে। ছবি: Instagram
6/10

ক্যাপশনে অনন্তকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'এখানেই আমি আমার বেবি কেয়ারের কাজ শুরু করি। ছোটবেলায় অনন্ত খুবই ভাল ছেলে ছিল। এখনও তাঁর পরিবারের সকলে এবং সোশ্যাল গ্রুপের সকলে তাঁকে খুব ভালবাসে।' ছবি: Instagram
7/10

এরপর অনুষ্ঠানের কিছু ছবিও শেয়ার করেন তিনি। প্রথম ছবিতে দেখা গেল অনন্তকে স্নেহের আলিঙ্গনে বেঁধেছেন। পরের ছবিতে মুকেশ আম্বানির সঙ্গে তুলেছেন সেলফি। ছবি: Instagram
8/10

এরপর একটি ছবি নবদম্পতির সঙ্গে। রাধিকা মার্চেন্ট, অনন্ত আম্বানির সঙ্গে পোজ দেন ললিতা। এবং সঙ্গে অবশ্যই ছিলেন নীতা আম্বানি। ছবি: Instagram
9/10

ক্যাপশনে লিখলেন, 'অনন্ত বাবা ও আম্বানি পরিবার আমার জীবনে যে ভালবাসা ও আনন্দ এনেছে তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। এত বছর পরও তাঁদের দয়া এবং উদারতা আমাকে অনুপ্রাণিত করেছে।' নবদম্পতিকে ভালবাসায় ভরান তিনি। ছবি: Instagram
10/10

তাঁর শেষ পোস্ট করা ভিডিও ও সূত্রের খবর, তিনি আপাতত রাম চরণ ও উপাসনার পুচকে সন্তান ক্লিন কারার দেখাশোনার দায়িত্বে রয়েছেন। ছবি: Instagram
Published at : 17 Jul 2024 04:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
