এক্সপ্লোর
Ganesh Chaturthi Celebration:গণেশ চতুর্থী উপলক্ষে গণপতিকে বাড়িতে নিয়ে এলেন শিল্পা
Actress Shilpa Shetty Ganesh Chaturthi Celebration
1/8

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি পূর্ণ উদ্দীপনায় গণেশ চতুর্থীতে গণপতির আরাধনা করতে চলেছেন। গণেশের মূর্তি বাড়িতে আনলেন শিল্পা। মুম্বইয়ের লালবাগ এলাকায় আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ল তাঁর ছবি। সেখানে গণেশের মূর্তি সংগ্রহ করতে এসেছিলেন।
2/8

প্রতি বছরের মতো এবারও পরিবারের সদস্যদের সঙ্গে গণেশ চতুর্থীর উদযাপনে মাতবেন শিল্পা। বুধবার বিকেলে গণেশের মূর্তি হাতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেল তাঁকে।
3/8

গণেশ ঠাকুরকে বাড়িতে আনতে সালোয়ার কামিজ পরেই এসেছিলেন শিল্পা। অশ্লীল ভিডিও তৈরি চক্র মামলায় স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারি নিয়ে সংবাদের শিরোনামে রয়েছেন শিল্পা।
4/8

শিল্পার মেয়ে সমিশা এবার দ্বিতীয়বার গণেশ চতুর্থী উদযাপন করবে। আর ছোট্ট মেয়েকে নিয়ে উৎসব পালন নিয়ে খুবই উচ্ছ্বসিত শিল্পা।
5/8

ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিলেন শিল্পা।
6/8

সম্প্রতি হাঙ্গামা ২ সিনেমার মাধ্যমে ১৪ বছর পর হিন্দি সিনেমায় প্রত্যাবর্তন ঘটিয়েছেন শিল্পা। এই সিনেমার প্রিমিয়ার হয় একটি প্রথমসারির ওটিটি প্ল্যাটফর্মে।
7/8

করোনা সংক্রমণজনিত পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিধি মেনে মাস্ক পরেই এসেছিলেন শিল্পা। ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় মাস্ক সরিয়েছিলেন তিনি।
8/8

টেলিভিশন শো সুপার ডান্সার চ্যাপ্টার ৪-এ জাজের ভূমিকায় রয়েছেন শিল্পা। এক মাসের বিরতির পর তিনি শো-তে ফিরে এসেছেন।
Published at : 08 Sep 2021 09:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























