এক্সপ্লোর
Rashid Khan Demise : পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট, চোখের জলে উস্তাদ রাশিদ খানকে চিরবিদায় তাঁর প্রিয় শহর কলকাতার
Music maestro Ustad Rashid Khan : মার্গ সঙ্গীতের মহাকাশে নক্ষত্রপতনে শোকস্তব্ধ সঙ্গীতমহল। বিষণ্ণ বাংলা।

গান স্য়ালুটে শেষ বিদায় উস্তাদ রাশিদ খানকে
1/11

চিরঘুমে উস্তাদ রাশিদ খান। আজ রবীন্দ্র সদনে চোখের জলে শিল্পীকে চিরবিদায় জানাল শহর।
2/11

গান স্য়ালুটে জানানো হল শ্রদ্ধা। বাংলায় হচ্ছে না রাশিদ খানের শেষকৃত্য। উত্তরপ্রদেশে, তাঁর জন্মস্থানেই তাঁকে সমাহিত করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।
3/11

সুরলোকে সুরের উস্তাদ। প্রয়াত রাশিদ খানকে চোখের জলে শেষ শ্রদ্ধা। বরেণ্য শিল্পীকে শেষবারের মতো বিদায় জানাল তাঁর প্রিয় শহর কলকাতা।
4/11

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে কুর্নিশ জানানো হল চিরঘুমে চলে যাওয়া অসীমকালের শিল্পীকে।
5/11

মার্গ সঙ্গীতের মহাকাশে নক্ষত্রপতনে শোকস্তব্ধ সঙ্গীতমহল। বিষণ্ণ বাংলা। রাশিদকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, হৈমন্তী শুক্লা, ঊষা উথথুপ, দেবজ্যোতি বসু, সমর সাহা, মুনমুন সেন প্রমুখ।
6/11

মঙ্গলবার বিকেলে পিয়ারলেস হাসপাতালে মৃত্যু হয় শিল্পী রাশিদ খানের। বয়স হয়েছিল ৫৫ বছর। কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন শিল্পী। চিকিৎসা চলছিল।
7/11

গত ২১ নভেম্বর তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ২২ নভেম্বর ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার পিয়ারলেস হাসপাতালে। মঙ্গলবার বিকেলে সেখানেই সব শেষ। পৌনে চারটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাশিদ খান।
8/11

পিয়ারলেস হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার পর, মঙ্গলবার সারারাত নাকতলার বাড়িতেই রাখা হয়েছিল বিশ্ববরেণ্য শিল্পীর নশ্বরদেহ।
9/11

বুধবার সকাল ৯.১০ নাগাদ বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে। সেখানে অসংখ্য অনুরাগী, গুণমুগ্ধ ও বিশিষ্টরা শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান।
10/11

দুপুর একটা নাগাদ পৌঁছে যান মুখ্যমন্ত্রীও। রাশিদ খানকে শেষ শ্রদ্ধা অর্পণ করেন তিনি। তারপর নির্ধারিত সময়ে, রবীন্দ্র সদন চত্বরেই রাষ্ট্রীয় মর্যাদায় গানস্যালুট দেওয়া হয় প্রয়াত শিল্পীকে।
11/11

শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন, তৃণমূলের ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, দেবাশিস কুমার, রাজ চক্রবর্তী থেকে শুরু করে, বিজেপির শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্য়ায়রা। এসেছিলেন সিপিএমের শতরূপ ঘোষ, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।
Published at : 10 Jan 2024 10:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
