এক্সপ্লোর
Afghanistan Earthquake: শূন্য দৃষ্টিতে রাস্তায় বসে কেউ, কেউ আবার হাতড়ে বেড়াচ্ছেন ধ্বংসস্তূপ, ভূমিকম্পে তছনছ আফগানিস্তান
Afghanistan Death Toll: যেটুকু যা ছিল, সব শেষ। ধ্বংসাবশেষের মধ্যে শুধু লাশের স্তূপ। ধুলোয় মিশে গেল আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল।
![Afghanistan Death Toll: যেটুকু যা ছিল, সব শেষ। ধ্বংসাবশেষের মধ্যে শুধু লাশের স্তূপ। ধুলোয় মিশে গেল আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/08/86f46d3881e5982d5c12df2749eac9441696751112043338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ধূলিসাৎ সব কিছু।
1/10
![পর পর শক্তিশালী তিন ভূমিকম্প। তার পর আট-আটটি আফটার শক। তাতেই ধুলোয় মিশে গেল আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/08/f3ccdd27d2000e3f9255a7e3e2c488009315b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পর পর শক্তিশালী তিন ভূমিকম্প। তার পর আট-আটটি আফটার শক। তাতেই ধুলোয় মিশে গেল আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল।
2/10
![শনিবার দুপুরে আফগানিস্তানের হেরাট প্রদেশ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে। পর পর তিন বার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল যথাক্রমে, ৬.২, ৫.৬ এবং ৬.১।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/08/799bad5a3b514f096e69bbc4a7896cd90a764.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শনিবার দুপুরে আফগানিস্তানের হেরাট প্রদেশ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে। পর পর তিন বার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল যথাক্রমে, ৬.২, ৫.৬ এবং ৬.১।
3/10
![এর পর আবার আট-আটটি আফটার শক অনুভূত হয়। তাতেই লন্ডভন্ড হয়ে যায় বিস্তীর্ণ অঞ্চল। বাড়িঘর সব ধুলোয় মিশে যায়। মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় সবকিছু।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/08/156005c5baf40ff51a327f1c34f2975b90f50.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর পর আবার আট-আটটি আফটার শক অনুভূত হয়। তাতেই লন্ডভন্ড হয়ে যায় বিস্তীর্ণ অঞ্চল। বাড়িঘর সব ধুলোয় মিশে যায়। মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় সবকিছু।
4/10
![যে হেরাট প্রদেশে ভূমিকম্প হয়েছে, সেটি ভূমিকম্পপ্রবণ বলেই পরিচিত। প্রায় ১৯ লক্ষ মানুষের বসবাস সেখানে। ওই এলাকা মানুষ বাসের অনুপযোগী বলে আগেই সতর্ক করেছিল বিশ্ব ব্যাঙ্ক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/08/d0096ec6c83575373e3a21d129ff8fefe6e04.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যে হেরাট প্রদেশে ভূমিকম্প হয়েছে, সেটি ভূমিকম্পপ্রবণ বলেই পরিচিত। প্রায় ১৯ লক্ষ মানুষের বসবাস সেখানে। ওই এলাকা মানুষ বাসের অনুপযোগী বলে আগেই সতর্ক করেছিল বিশ্ব ব্যাঙ্ক।
5/10
![শক্তিশালী ভূমিকম্পে সেখানকার ১২টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ছ’টি গ্রাম ধুলোয় মিশে গিয়েছে একেবারে। ঘরছাড়া প্রায় ৪,৫০০ মানুষ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/08/18e2999891374a475d0687ca9f989d833e495.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শক্তিশালী ভূমিকম্পে সেখানকার ১২টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ছ’টি গ্রাম ধুলোয় মিশে গিয়েছে একেবারে। ঘরছাড়া প্রায় ৪,৫০০ মানুষ।
6/10
![বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হেরাট প্রদেশের ৬০০টি বাড়ি একেবারে ধুলোয় মিশে গিয়েছে। তার নীচে এখনও বহু মানুষ চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা। আরও ২০০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/08/fe5df232cafa4c4e0f1a0294418e5660c22f5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হেরাট প্রদেশের ৬০০টি বাড়ি একেবারে ধুলোয় মিশে গিয়েছে। তার নীচে এখনও বহু মানুষ চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা। আরও ২০০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
7/10
![ভূমিকম্পের পর লন্ডভন্ড হয়ে গিয়েছে চারিদিক। টেলিফোন সংযোগও কাজ করছে না। ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে খবর পেতে দেরি হচ্ছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/08/30e62fddc14c05988b44e7c02788e1872ea14.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভূমিকম্পের পর লন্ডভন্ড হয়ে গিয়েছে চারিদিক। টেলিফোন সংযোগও কাজ করছে না। ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে খবর পেতে দেরি হচ্ছে।
8/10
![সোশ্যাল মিডিয়ায় এমন একাধিক ছবি এবং ভিডিও সামনে এসেছে, যেখানে ধ্বংসস্তূপের সামনে বসে রয়েছেন নির্বাক মানুষেরা। ধ্বংসস্তূপের মধ্যে কিছু বেঁচে রয়েছে কিনা, খুঁজেও দেখছেন অনেকে। যদিও ওই ছবি এবং ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/08/ae566253288191ce5d879e51dae1d8c3acd76.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সোশ্যাল মিডিয়ায় এমন একাধিক ছবি এবং ভিডিও সামনে এসেছে, যেখানে ধ্বংসস্তূপের সামনে বসে রয়েছেন নির্বাক মানুষেরা। ধ্বংসস্তূপের মধ্যে কিছু বেঁচে রয়েছে কিনা, খুঁজেও দেখছেন অনেকে। যদিও ওই ছবি এবং ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
9/10
![এখনও পর্যন্ত আফগানিস্তানে ২০০০ মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলিতে চিকিৎসা চলছে তাঁদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/08/8cda81fc7ad906927144235dda5fdf15f8657.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এখনও পর্যন্ত আফগানিস্তানে ২০০০ মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলিতে চিকিৎসা চলছে তাঁদের।
10/10
![তবে ধ্বংসস্তূপের নীচেও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকার্য শুরু হয়েছে। রাষ্ট্রপুঞ্জ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সাহায্যের আশ্বাস দিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/08/032b2cc936860b03048302d991c3498feea8d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে ধ্বংসস্তূপের নীচেও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকার্য শুরু হয়েছে। রাষ্ট্রপুঞ্জ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সাহায্যের আশ্বাস দিয়েছে।
Published at : 08 Oct 2023 01:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)