এক্সপ্লোর
Taliban on Afghanistan: আফগানিস্তানে তালিবান শাসন, কাবুলে আতঙ্কের পরিবেশ
তালিবানের শাসনে আফগানিস্তান
1/7
![তালিবানের শাসনে কাবুল। আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। প্রাণে বাঁচতে আফগানিস্তান ছাড়তে চাইছেন অনেকেই। কাবুল ছাড়তে চেয়ে হুড়োহুড়ির মধ্যে বিমানবন্দরে মার্কিন সেনার গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ জনের। হাজার হাজার মানুষ প্রাণ বাঁচাতে গিয়ে, চলে যাচ্ছে প্রাণ! পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর, তা এই ছবি থেকেই স্পষ্ট।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
তালিবানের শাসনে কাবুল। আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। প্রাণে বাঁচতে আফগানিস্তান ছাড়তে চাইছেন অনেকেই। কাবুল ছাড়তে চেয়ে হুড়োহুড়ির মধ্যে বিমানবন্দরে মার্কিন সেনার গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ জনের। হাজার হাজার মানুষ প্রাণ বাঁচাতে গিয়ে, চলে যাচ্ছে প্রাণ! পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর, তা এই ছবি থেকেই স্পষ্ট।
2/7
![২০ বছর পর আফগানিস্তানে ফের শুরু হয়েছে তালিবানি শাসন। এই পরিস্থিতিতে আফগানিস্তান ছাড়ার জন্য এখন হুড়োহুড়ি। বিমানবন্দরেক টারম্যাকে হাজার হাজার মানুষের ভিড়, হুড়োহুড়ি আর বিমান থেকে পড়ে মৃত্যুর ছবি দিনভর আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। পরিস্থিতি এমন যে, বিমানে জায়গা না পেয়ে চাকার উপরেই চড়ে বসেন কয়েকজন যাত্রী। স্থানীয় সূত্রের খবর, প্রাণ বাঁচাতে বিমানের চাকার খাঁজে আশ্রয় নিয়েছিলেন ওই দুই আফগান নাগরিক। কিন্তু রানওয়ে ছেড়ে বিমান আকাশে উঠতেই, সেখান থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় ওই যাত্রীদের।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
২০ বছর পর আফগানিস্তানে ফের শুরু হয়েছে তালিবানি শাসন। এই পরিস্থিতিতে আফগানিস্তান ছাড়ার জন্য এখন হুড়োহুড়ি। বিমানবন্দরেক টারম্যাকে হাজার হাজার মানুষের ভিড়, হুড়োহুড়ি আর বিমান থেকে পড়ে মৃত্যুর ছবি দিনভর আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। পরিস্থিতি এমন যে, বিমানে জায়গা না পেয়ে চাকার উপরেই চড়ে বসেন কয়েকজন যাত্রী। স্থানীয় সূত্রের খবর, প্রাণ বাঁচাতে বিমানের চাকার খাঁজে আশ্রয় নিয়েছিলেন ওই দুই আফগান নাগরিক। কিন্তু রানওয়ে ছেড়ে বিমান আকাশে উঠতেই, সেখান থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় ওই যাত্রীদের।
3/7
![আফগানিস্তানে পালাবদলের পরেই বিশ্ব-রাজনীতিতে তোলপাড়। তালিবান সরকারকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে ব্রিটেন ও রাশিয়া। আমেরিকা-সহ ৬৫টি দেশ হিংসা, প্রাণহানি এড়ানোর আবেদন জানিয়েছে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
আফগানিস্তানে পালাবদলের পরেই বিশ্ব-রাজনীতিতে তোলপাড়। তালিবান সরকারকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে ব্রিটেন ও রাশিয়া। আমেরিকা-সহ ৬৫টি দেশ হিংসা, প্রাণহানি এড়ানোর আবেদন জানিয়েছে।
4/7
![দেশ ছেড়ে ইতিমধ্যেই পালিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরফ গনি। প্রেসিডেন্সিয়াল প্যালেসও এখন তালিবানের দখলে। আফগানিস্তানকে কার্যত অনাথ করে রাতারাতি পাততাড়ি গুটোনো আমেরিকা, এখন সেদেশে কর্মরত নিজেদের নাগরিকদের ফেরাতে অতিরিক্ত সেনা পাঠিয়েছে। মার্কিন নাগরিকদের এয়ারলিফট করা হচ্ছে। মার্কিন বিমান ঘিরে শয়ে শয়ে মানুষকে প্রাণ বাঁচাতে ছুটোছুটি করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গুলি চালায় মার্কিন সেনা। তাতে পাঁচজনের মৃত্যু হয়।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
দেশ ছেড়ে ইতিমধ্যেই পালিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরফ গনি। প্রেসিডেন্সিয়াল প্যালেসও এখন তালিবানের দখলে। আফগানিস্তানকে কার্যত অনাথ করে রাতারাতি পাততাড়ি গুটোনো আমেরিকা, এখন সেদেশে কর্মরত নিজেদের নাগরিকদের ফেরাতে অতিরিক্ত সেনা পাঠিয়েছে। মার্কিন নাগরিকদের এয়ারলিফট করা হচ্ছে। মার্কিন বিমান ঘিরে শয়ে শয়ে মানুষকে প্রাণ বাঁচাতে ছুটোছুটি করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গুলি চালায় মার্কিন সেনা। তাতে পাঁচজনের মৃত্যু হয়।
5/7
![বিদেশ মন্ত্রক সূত্রে খবর আফগানিস্তানে এখনও ১২০ জন ভারতীয় কূটনীতিবিদ ও আধিকারিক আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। এই অবস্থায়, বিদেশমন্ত্রীকে চিঠি দিয়েছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। পরিস্থিতি খারাপ হওয়াও সোমবার দুপুরে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কাবুলের উড়ানপথ। যার জেরে আফগানিস্তানের রাজধানী শহরে আটকে থাকা ভারতীয়দের কীভাবে দেশে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
বিদেশ মন্ত্রক সূত্রে খবর আফগানিস্তানে এখনও ১২০ জন ভারতীয় কূটনীতিবিদ ও আধিকারিক আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। এই অবস্থায়, বিদেশমন্ত্রীকে চিঠি দিয়েছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। পরিস্থিতি খারাপ হওয়াও সোমবার দুপুরে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কাবুলের উড়ানপথ। যার জেরে আফগানিস্তানের রাজধানী শহরে আটকে থাকা ভারতীয়দের কীভাবে দেশে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি।
6/7
![এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই এই ছবি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, থরে থরে সাজানো নানা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। রবিবার দুপুর থেকে কাবুলে তালিবান ঢুকতেই ভিড় জমতে শুরু করে আফগানিস্তানের রাজধানীর বিমান বন্দরে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই এই ছবি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, থরে থরে সাজানো নানা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। রবিবার দুপুর থেকে কাবুলে তালিবান ঢুকতেই ভিড় জমতে শুরু করে আফগানিস্তানের রাজধানীর বিমান বন্দরে।
7/7
![পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার বিমানবন্দর চত্বরে গুলিও ছোড়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আমেরিকার সেনা। কিন্তু তবুও ভিড় বাড়তেই থাকে। উল্লেখ্য, কাবুলের উড়ানপথ বন্ধ হওয়ায় আপাতত হামিদ কারজাই বিমানবন্দরে কোনও বিমানই অবতরণ করতে পারবে না। ছাড়বে না কোনও বিমানও।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার বিমানবন্দর চত্বরে গুলিও ছোড়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আমেরিকার সেনা। কিন্তু তবুও ভিড় বাড়তেই থাকে। উল্লেখ্য, কাবুলের উড়ানপথ বন্ধ হওয়ায় আপাতত হামিদ কারজাই বিমানবন্দরে কোনও বিমানই অবতরণ করতে পারবে না। ছাড়বে না কোনও বিমানও।
Published at : 16 Aug 2021 08:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)