১৯৬২ সালের ১৭ই মার্চে ভারতের পঞ্জাবে জন্মেছিলেন প্রয়াত মহাকাশচারী কল্পনা চাওলা।
2/9
ছোটবেলায় কল্পনা চাওলা বিমান আঁকতে ভালোবাসতেন।
3/9
কল্পনা চাওলা চণ্ডীগড়ের পঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলরস ডিগ্রি অর্জন করেছিলেন। এরপরে ১৯৮২ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন মহাকাশ প্রকৌশলে ডাবল মাস্টার্স এবং পিএইচডি অর্জনের জন্য।
4/9
কল্পনা চাওলা প্রথম মিশন বিশেষজ্ঞ এবং রোবোটিক আর্ম অপারেটর হিসাবে 1997 সালে স্পেস শাটল কলম্বিয়াতে যাত্রা করেছিলেন।
5/9
স্পেস শাটল কলম্বিয়া-ফ্লাইট পোস্টের কাজ শেষ হওয়ার পর, কল্পনা চাওলাকে মহাকাশচারী কার্যালয়ে প্রযুক্তিগত পদে স্থান দেওয়া হয়েছিল স্পেস স্টেশনে কাজ করার জন্য।
6/9
৬ জন সদস্য়ের দলে কল্পনা চাওলাকে দ্বিতীয় মহাকাশ মিশনের জন্য নির্বাচিত করা হয়েছিল। ২০০৩ সালের ১৩ই জানুয়ারি তিনি স্পেস শাটল কলম্বিয়াতে যাত্রা করে ফিরে এসেছিলেন
7/9
তাঁর সম্মানে, ২০০২ সালের ১২ সেপ্টেম্বর ভারতে প্রবর্তিত মেট-স্যাট সিরিজের প্রথম উপগ্রহ "মেটস্যাট -১" নামকরণ করা হয়েছিল "কল্পনা -১"।
8/9
তাঁর সম্মানে ভারত ও আমেরিকার বেশ কয়েকটি বৃত্তি, রাস্তা, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান নামকরণ করা হয়েছে।
9/9
কল্পনা চাওলার দেহাবশেষ তাঁর ইচ্ছানুসারে উটাহের জাতীয় উদ্যানে দাহ করা হয়েছিল ও অস্থিভষ্ম ছড়িয়ে দেওয়া হয়েছিল।