এক্সপ্লোর
Football transfers: এবারের মরশুমে সবথেকে বেশি অর্থের বিনিময়ে দল বদল করেছেন এঁরা
Football: একাধিক খেলোয়াড়ের আগমন এবং বিদায়ের কারণে সম্ভবত ২০২৪ সালের ট্রান্সফার উইন্ডোতে সবথেকে চর্চিত দল চেলসি।

বিরাট দামে তরুণ ফরাসি ডিফেন্ডারকে দলে নিয়েছে ইউনাইটেড (ছবি: ম্যান ইউনাইটেড ফেসবুক)
1/9

পাঁচ বছরের চুক্তিতে বেনফিকা থেকে ৫৯.৯২ মিলিয়ন ইউরোর বিনিময়ে জায়োও নেভেসকে দলে নিয়েছে প্যারিস সঁ জরমঁ। ইতিমধ্যেই ক্লাবের হয়ে চারটি গোলের অ্যাসিস্ট বাড়িয়ে পর্তগিজ মিডফিল্ডার কিন্তু প্য়ারিসে শুরুটা ভালই করেছেন।
2/9

নেভেসের প্রায় একই দামে, ৬০ মিলিয়ন ইউরোয় অ্যাস্টন ভিলা থেকে আল ইত্তিহাদে পারি দিয়েছেন মুসা ডিয়াবি। করিম বেঞ্জেমা, এনগলো কন্তেদের সঙ্গে খেলছেন তিনি।
3/9

সম্ভবত এই ট্রান্সফার উইন্ডোতে সবথেকে চর্চিত দল চেলসি। চেলসিতে যেমন অনেক খেলোয়াড় সই করেছেন, অনেকে দলও ছেড়েছেন। পশ্চিম লন্ডনের ক্লাবে যোগ দেওয়া ফুটবলারদের মধ্যে অন্যতম হলেন পেদ্রো নেটো।
4/9

চেলসির হয়ে ইতিমধ্যেই মাঠে নেমে একটি অ্যাসিস্টও দিয়ে ফেলেছেন পর্তুগিজ তারকা।
5/9

দৌড়ে রিয়াল মাদ্রিদকে পরাজিত করে তরুণ প্রতিভাবান ফরাসি ডিফেন্ডার লেনি ইয়রোকে দলে নেয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবে দুর্ভাগ্যবশত মরশুমের শুরুতেই প্রাক-মরশুমের ম্যাচে আহত হন ইয়রো।
6/9

এখনও অবধি প্রতিযোগিতামূলক ম্যাচে ম্যান ইউনাইটেডের হয়ে মাঠেই নামতে পারেননি ইয়রো। সপ্তাহ তিনেক আগে তাঁর পায়ে অস্ত্রোপ্রচার হয়েছে। তবে এই ক্যালেন্ডার বছরে তাঁর খেলাটা বেশ কঠিন বলেই মনে হচ্ছে।
7/9

৬৪.৩ মিলিয়ন ইউরোতে বর্নমাউথ থেকে টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছেন ডমিনিক সোলাঙ্কি। গত প্রিমিয়ার লিগ মরশুম ১৯টি গোল করেছিলেন ২৬ বছর বয়সি স্ট্রাইকার। তারই সুফল পেলেন তিনি।
8/9

এই ট্রান্সফার উইন্ডোয় সবথেকে বেশি, ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দল বদল করেছেন জুলিয়ান আলভারেজ়। ম্যান সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি।
9/9

অল্প বয়স এবং প্রতিভায় ভরপুর আলভারেজ় কিন্তু অ্যাটলেটিকোর জন্য বর্তমান ও ভবিষ্যতের সম্পদ হতে চলেছেন। ম্যান সিটি প্রধান স্ট্রাইকার হিসাবে আরলিং হালান্ডের উপস্থিতিই সম্ভবত আলভারেজ়কে দল বদলে করতে বাধ্য করে।
Published at : 31 Aug 2024 07:38 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
