এক্সপ্লোর
Ruturaj Gaikwad: ক্রিকেটের মাঠেই প্রেম, রুতুরাজের 'প্রেমের কাহিনি'র নায়িকা কে?
Ruturaj Gaikwad Update: সদ্য শেষ হওয়া আইপিএলে মোট ৫৯০ রান করেছেন রুতুরাজ। ডেভন কনওয়ের সঙ্গে জুটি বেঁধে প্রতি ম্যাচেই চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপকে ভরসা জুগিয়েছেন এই ডানহাতি।

রুতুরাজ ও উৎকর্ষা (ছবি ইনস্টাগ্রাম)
1/9

মাঠের বাইরে নতুন ইনিংস শুরু রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad)। সাত পাকে বাঁধা পড়লেন সিএসকের এই তরুণ ব্যাটার।
2/9

পাত্রীর নাম উৎকর্ষা পাওয়ার। সিএসকে খেতাব জয়ের পর মাঠে উৎকর্ষার সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছিল রুতুরাজকে। তখনই জল্পনা শুরু হয়ে যায় যে তবে কি খুব তাড়াতাড়িই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুতুরাজ?
3/9

সত্যি হল। শনিবার মহাবালেশ্বরে সাতপাকে বাঁধা পড়েন দুজনে। মহারাষ্ট্রের চিরাচরিত প্রথা মেনে বিয়ে করেছেন ঋতুরাজ ও উৎকর্ষা।
4/9

বিয়ের সময় সবুজ রঙের শাড়ি পরেছিলেন উৎকর্ষা। হালকা ক্রিম রঙের কুর্তা পরেছিলেন ঋতুরাজ। তাঁর পাগড়ি ছিল সবুজ রঙের।
5/9

২ জনেই ঘরোয়া ক্রিকেটে রাজ্য দল মহারাষ্ট্রের হয়ে খেলেন। রুতুরাজ ব্যাটার হলেও উৎকর্ষা অলরাউন্ডার।
6/9

বিয়ের পর ইনস্টাগ্রামে নিজেদের স্পেশাল মুহূর্তের একাধিক ছবি পোস্ট করে রুতুরাজ লেখেন, 'পিচ থেকে পিঁড়ি, আমাদের যাত্রাটা শুরু হল।'
7/9

স্ত্রী উৎকর্ষা মুম্বই রাজ্য দলের হয়ে খেলেছেন। ২৪ বছরের এই তরুণী যদিও এই মুহূর্তে ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন। মহিলাদের এক দিনের ট্রফিতে ২০২১ সালের ১৫ নভেম্বর তিনি পঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেন।
8/9

বিয়ের অনুষ্ঠান ছিল খুব ছোট করেই। আমন্ত্রিত ছিলেন সিএসকে শিবিরে রুতুরাজের সতীর্থ শিবম দুবে, প্রশান্ত সোলাঙ্কিরা।
9/9

বিয়ের দিন আগেই ঠিক হয়ে যাওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রিজার্ভে সুযোগ পেয়েও ইংল্য়ান্ড যেতে পারেননি রুতুরাজ। তিনি বোর্ডের কাছে অনুমতি চেয়েছিলেন, যা মঞ্জুর হয়ে যায়। অবশেষে একসঙ্গে পথ চলা শুরু করলেন এই ক্রিকেটার দম্পতি।
Published at : 04 Jun 2023 03:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
