এক্সপ্লোর
Dhoni On Retirement: পরিবারেরই একজন অবসর নিতে বলেছিলেন ধোনিকে! মাহির মুখে অজানা গল্প
IPL 2024: মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকে অনেক অজানা কাহিনি জানা গিয়েছিল। তবে এবার নিজের একটি অজানা গল্প নিজেই শোনালেন ধোনি।

আইপিএলে ফের মাঠে দেখা যাবে ধোনিকে। - পিটিআই
1/10

মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকে অনেক অজানা কাহিনি জানা গিয়েছিল। তবে এবার নিজের একটি অজানা গল্প নিজেই শোনালেন ধোনি।
2/10

ধোনি টেস্ট ক্রিকেট ছেড়েছিলেন ২০১৪ সালে। তার পাঁচ বছর পর, ২০১৯ সালে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি।
3/10

কোনও আগাম ঘোষণা ছাড়াই সোশ্যাল মিডিয়ায় আচমকা অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন মাহি। সমর্থকেরা ঠিকমতো অভিবাদন জানানোরও সুযোগ পাননি।
4/10

সম্প্রতি ধোনি একটি অনুষ্ঠানে জানিয়েছেন, বাড়ির একজন তাঁকে অবসর নেওয়ার পরামর্শ নিয়েছিলেন।
5/10

কে তিনি? পান সিংহ ধোনি। মহেন্দ্র সিংহ ধোনির বাবা। ধোনি নিজেই এক অনুষ্ঠানে সেই গল্প শুনিয়েছেন। বলেছেন, 'পাঁচ-সাত বছর আগে আমার বাবা বলেছিলেন, 'তুমি অনেক ক্রিকেট খেলেছো। এবার ছেড়ে দাও। অন্যরাও আছে যারা খেলবে।'
6/10

জীবনে সমস্যা থাকা ভাল বলে মনে করেন ধোনি। জানিয়েছেন, সমস্যা না থাকলে মানুষ এগোতে পারে না। শিখতে পারে না। সেলিব্রিটিদের সমস্যা অন্য ধাঁচের বলে জানিয়েছেন ধোনি। বলেছেন, 'যখন আমার মেয়ের মুখোমুখি হতাম আর ও জিজ্ঞেস করত, বাবা কালকে আসবে? তখন খারাপ লাগত।' যোগ করেছেন, 'জীবন যদি পরীক্ষা না নেয়, তাহলে আমাদের উন্নতি হবে না। আমি সব সময় চেষ্টা করি নিজের সেরাটা ধরে রাখতে।'
7/10

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবু কোটি কোটি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে আইপিএলে (IPL 2024) খেলে চলেছেন। শুধু খেলছেনই না। নেতৃত্ব দিচ্ছেন। শুধু নেতৃত্বই দিচ্ছেন না, দলকে আইপিএলে চ্যাম্পিয়নও করছেন।
8/10

চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক। গতবারও তাঁর নেতৃত্বে সব প্রতিপক্ষকে চমকে দিয়েছে সিএসকে (CSK)। জিতে নিয়েছে ট্রফি। এবারও ধোনি ও তাঁর দলকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়েছেন ক্যাপ্টেন কুলও। তার ফাঁকেই ধোনি জানালেন, বাবা পাঁচ-সাত বছর আগে তাঁকে অবসর নিয়ে নিতে বলেছিলেন।
9/10

মাঠে এখন যে তাঁর জন্য পরীক্ষাটা আগের চেয়েও কঠিন, জানিয়েছেন ধোনি। বলেছেন, 'আগে আমি সারা বছর ক্রিকেট খেলতাম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন দু'মাস খেলি। কিন্তু তার জন্য নিজের সেরা ছন্দে থাকতে হয় যেটা সহজ নয়। আমার বয়স ৪২ বছর। কিন্তু মাঠে নেমে সেই উচ্চতার সঙ্গে লড়াই করতে হয়, যে উচ্চতা কোনও বিশ বছরের তরুণ তৈরি করেছে। সেখানে বললে চলবে না যে, আমার বয়স ৪২, ৪৫ বা ৫০ বছর। মাঠে নামলে সেরাদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।'
10/10

আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে কি আরও একবার ট্রফি জয়ের স্বাদ পাবেন ক্যাপ্টেন কুল ? ছবি - পিটিআই
Published at : 11 Mar 2024 11:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
