এক্সপ্লোর
IPL: অধিনায়ক হিসেবে আইপিএলে সবচেয়ে বেশি সফল, প্রথম দশে রয়েছেন তিন অজি তারকা
IPL Captaincy Record: আগামী আইপিএল শুরু হতে চলেছে ২২ মার্চ থেকে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায় মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বেই খেলতে নামবে প্রথম দিন সিএসকে। উল্টোদিকে আরসিবি।

তালিকায় রোহিত ও গম্ভীর রয়েছেন
1/10

তালিকায় অবশ্যই সবার আগে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ২২৬ ম্য়াচে ১৩৩ ম্য়াচ জিতেছেন ও ৯১টি ম্য়াচে হেরেছেন অধিনায়ক হিসেবে।
2/10

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ১৫৮ ম্য়াচের মধ্যে ৮৭ ম্য়াচ জিতেছেন ও ৬৭ ম্য়াচ হেরেছেন।
3/10

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি আরসিবির অধিনায়ক হিসেবে ১৪৩ ম্য়াচে নেতৃত্ব দিয়ে ৬৬ ম্য়াচ জিতেছেন ও ৭০ ম্য়াচ হেরেছেন।
4/10

কলকাতা নাইট রাইডার্সের ২ বারের আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীর রয়েছেন। তিনি দিল্লি ও কেকেআর মিলিয়ে ১২৯ ম্য়াচের মধ্যে ৭১ ম্য়াচ জিতেছেন ও ৫৭ ম্য়াচ হেরেছেন।
5/10

ডেভিড ওয়ার্নার ৮৩ ম্য়াচ নেতৃত্ব দিয়ে ৪০ ম্য়াচ জিতেছেন। ৪১ ম্য়াচ হেরেছেন। সানরাইজার্স ও দিল্লির নেতৃত্ব দিয়েছেন ওয়ার্নার।
6/10

কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার আছেন তালিকায়। দিল্লি ও নাইটদের অধিনায়ক হিসেবে ৫৫ ম্য়াচের মধ্য়ে ২৭ ম্য়াচ জিতেছেন ও ২৬ ম্য়াচ হেরেছেন।
7/10

ডেকান চার্জার্স ও পাঞ্জাবের অধিনায়ক হিসেবে ৭৪ ম্য়াচে নেতৃত্ব দিয়ে ৩৫ ম্য়াচে জিতেছেন গিলক্রিস্ট। ৩৯ ম্য়াচে হারতে হয়েছে গিলিকে।
8/10

দিল্লি ও পাঞ্জাবের অধিনায়ক হিসেবে বীরেন্দ্র সহবাগ ৫৩ ম্য়াচে নেতৃত্ব দিয়ে ২৮ ম্য়াচে জিতেছেন ও ২৪ ম্য়াচে হেরেছেন।
9/10

শেন ওয়ার্ন ৫৫ ম্য়াচে রাজস্থানকে নেতৃত্ব দিয়েছেন। ৩০ ম্য়াচে জিতেছেন অধিনায়ক হিসেবে। হেরেছেন ২৪ ম্য়াচে।
10/10

তালিকায় সবার শেষে কে এল রাহুল রয়েছেন। পাঞ্জাব ও লখনউ ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে ৫১ ম্য়াচ খেলে ২৫ ম্য়াচ জিতেছেন ও ২৪ ম্য়াচ হেরেছেন।
Published at : 19 Mar 2024 02:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
ট্রেন্ডিং
