Mahashivratri 2025: এবার মহাশিবরাত্রি কবে, কতক্ষণ থাকছে পুজোর সময় ? আর্থিক সমস্যার সমাধানে পুজো করুন এই জিনিস দিয়ে
Religion News: শিবপুরাণ অনুসারে, ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিবাদ মীমাংসার জন্য শিব শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন।

কলকাতা : হিন্দু ধর্মে এমনটা বিশ্বাস করা হয় যে, মহাশিবরাত্রির দিন পৃথিবীর সব শিবলিঙ্গে বিরাজ করেন ভগবান ভোলেনাথ। তাই, ওই দিনে শিবরাত্রির উপাসনা করলে বহু গুণ বেশি ফল পাওয়া যায়। ভক্তরা সবাই প্রভুর আরাধনায় শামিল হন। অনেকে এই দিনে বাড়িতে রুদ্রাভিষেকও করেন। ভগবান শিবকে নানাভাবে পুজো করা হয়। তবে মহাশিবরাত্রিতে ভক্তরা যদি বেল পাতা দিয়ে শিবের বিশেষ পুজো করেন তাহলে তাঁদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে বলে বিশ্বাস করা হয়। কিন্তু, এবছর কবে পড়েছে মহাশিবরাত্রি ? আগামী ২৬ ফেব্রুয়ারি পড়েছে এই দিন।
শিবপুরাণ অনুসারে, ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিবাদ মীমাংসার জন্য শিব শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন। যেদিন এই ঘটনা ঘটেছিল সেই দিন ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি ছিল, সেই কারণেই মহাশিবরাত্রি পালিত হয়। এই উৎসবে শিব মন্দিরে বিশেষ পুজো করা হয় এবং উপবাস পালন করা হয়।
মহাশিবরাত্রির তিথি
তথ্য অনুযায়ী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টা ৮ মিনিট থেকে শুরু হবে। এই তিথির শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা ৫৪ মিনিটে। মহাশিবরাত্রির শুভ সময় উপলক্ষে নিশিকালে ভগবান শিবের পুজো করা হয়।
চার প্রহরের পুজো
ধর্মীয় বিশ্বাস অনুসারে, মহাশিবরাত্রি উৎসবের সময় চার ঘণ্টার সাধনার বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতিটি প্রহরে ভগবান শিবের বিভিন্ন প্রকার উপাসনা বর্ণনা করা হয়েছে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী- সাধনা করতে হবে ভক্তি অনুসারে, সময় অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী এবং উপাচার অনুযায়ী। চর প্রহরের সাধনা করলে মানুষ ধন, যশ, প্রতিপত্তি ও সমৃদ্ধি লাভ করে। যাঁরা তাদের জীবনে সন্তান সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁদেরও এই সাধনা করা উচিত।
মহাশিবরাত্রিতে দুর্লভ সংযোগ
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের মহাশিবরাত্রি আসছে ২৬ ফেব্রুয়ারি ধনীষ্ঠ নক্ষত্র, পরিঘ যোগ, শকুনি করণ ও মকর রাশিতে চাঁদের উপস্থিতিতে। এই দিনে চারটি প্রহর সাধনা করে ভগবান শিবের আশীর্বাদ পেতে পারেন। এদিন সকাল থেকেই মন্দিরে শিব ভক্তদের ভিড় জমে যায়। শুভ সময়ে ভগবান শিবের উপাসনা করলে তাঁর ভক্তরা আশানুরূপ ফল পাবেন।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
