Joe Root Record: 'সর্বকালের সেরা', রুটকে শুভেচ্ছাবার্তা সৌরভের
Joe Root: এর আগে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেটার অ্যালিস্টার কুকও ১০ হাজার রান পূরণ করেছিলেন টেস্টে। উল্লেখ্য, কুক টেস্টে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন ৩১ বছর ১৫৭ দিন বয়সে।
কলকাতা: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ইংল্য়ান্ড (England)। সেঞ্চুরি হাঁকিয়ে দলকে দলকে জয় এনে দিয়েছেন জো রুট (Joe Root)। এমনকী টেস্টে বিশ্বের ১৪ তম প্লেয়ার ও ইংল্যান্ডের দ্বিতীয় প্লেয়ার হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন রুট। সকাল থেকেই টিভিতে ইংল্যান্ড-নিউজিল্য়ান্ড টেস্ট ম্যাচটি দেখছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রুটের দুর্দান্ত ম্য়াচ জেতানো ইনিংসের পর ট্যুইটে তাঁক ও এই ইনিংসটিকে সর্বকালের সেরা বললেন বিসিসিআই সভাপতি। নিজের ট্য়ুইটারে সৌরভ রুটের ইনিংস দেখার পর লেখেন, ''জো রুট...অসাধারণ প্লেয়ার, অসাধারণ একটা ইনিংস চাপের মুখে। সর্বকালের সেরা।''
Whatever format u see..whatever the colour of the jersey u wear ..none beats such a game of test cricket ..no comparison@bcci @ICC ..let's keep this format the pinnacle ..
— Sourav Ganguly (@SGanguly99) June 5, 2022
এর আগে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেটার অ্যালিস্টার কুকও ১০ হাজার রান পূরণ করেছিলেন টেস্টে। উল্লেখ্য, কুক টেস্টে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন ৩১ বছর ১৫৭ দিন বয়সে। কাকতালীয়ভাবে রুটও ঠিক সেই একই বয়সে এই মাইলস্টোন স্পর্শ করলেন। বিশ্ব ক্রিকেটে ১৪ তম প্লেয়ার হিসেবে এই নজির গড়লেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।
আরও পড়ুন: নেই কার্তিক, নেই হুডা, প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ভারতীয় একাদশ বাছলেন শাস্ত্রী
নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জিততে শেষ দিনে ইংল্য়ান্ডের দরকার ছিল ৬১ রান। অন্যদিকে কিউয়িদের দরকার ছিল ৫ উইকেট। ২৭৭ রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ৫ উইকেট হারিয়ে বসেছিল ইংল্যান্ড। এদিন সকালে বেন ফোকসের সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিতে ১২০ রান যোগ করেন রুট। ফোকসও শেষ পর্যন্ত ৩২ রানে অপরাজিত থেকে যান।