IND vs ENG: বিশাখাপত্তনমেও কি তিন স্পিনারেই আক্রমণের ছক? কী বলছেন ম্য়াকালাম?
Brendon McCullum: শুধুমাত্র রেহান আহমেদ বল হাতে সেভাবে নজর কাড়তে পারেননি। দ্বিতীয় টেস্টেও কি তাহলে উইনিং কম্বিনেশন ধরে রাখবে ম্য়াকালাম অ্যান্ড কোং?
বিশাখাপত্তনম: প্রথম টেস্টে তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল ইংল্যান্ড দল। পেসার হিসেবে মার্ক উডকে খেলিয়েছিল তাঁরা। এমনকী জেমস অ্যান্ডারসনের মত অভিজ্ঞ তারকা পেসারকেও একাদশের বাইরে রেখেই দল সাজিয়েছিল ইল্যান্ড টিম ম্য়ানেজমেন্ট। প্রথম টেস্টে জ্যাক লিচ কৃপণ বল করেছিলেন। টম হার্টলি তো দ্বিতীয় ইনিংসে একাই ধ্বংস করে দিয়েছিলেন ভারতের ব্যাটিং লাইন আপকে। শুধুমাত্র রেহান আহমেদ বল হাতে সেভাবে নজর কাড়তে পারেননি। দ্বিতীয় টেস্টেও কি তাহলে উইনিং কম্বিনেশন ধরে রাখবে ম্য়াকালাম অ্যান্ড কোং?
কে এল রাহুল ও রবীন্দ্র জাডেজা ছিটকে গিয়েছেন দ্বিতীয় টেস্ট থেকে। আগে থেকেই বিরাট কোহলি নেই। এই পরিস্থিতিতে ভারতীয় দল তিনজন নতুন প্লেয়ারকে দলে সুযোগ দিয়েছে। সরফরাজ খান, সৌরভ কুমার ও ওয়াশিংটন সুন্দর। এঁদের মধ্যে শেষ দুজন স্পিনার। তাই বিশাখাপত্তনমেও যে স্পিনিং ট্র্যাক হতে পারে, তার আন্দাজ কিন্তু মিলছে। অন্য়দিকে ইংল্যান্ড শিবিরে যোগ দিয়েছেন শোয়েব বসির। ম্য়াকালাম বলছেন, ''আমাদের ভাবনা চিন্তার মধ্যে শোয়েব বসিরও রয়েছে। যদি প্রথম টেস্টের মতই উইকেট হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না যে আমরা পুরো স্পিন আক্রমণ নিয়ে খেলি।''
প্রাক্তন কিউয়ি ক্রিকেটার আরও বলেন, ''পিচের পরিস্থিতি বুঝেই শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনই সব বলা সম্ভব নয়। অনেক সময় পিচের চরিত্র বোঝা খুব কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ভারতের মত জায়গায়। তবে আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে।''
উল্লেখ্য, ভিসা সমস্যায় প্রথম টেস্টে দলের সঙ্গে যোগ দিতে পারেননি শোয়েব বশির (া)। তবে দ্বিতীয় টেস্টের আগে সেই জট কাটিয়ে উঠে ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন বশির। প্রথম টেস্টে ইংল্যান্ড দলের হয়ে খেলা তিন স্পিনারের পাশাপাশি পিচ স্পিন সহায়ক হলে বাশিরকে মিলিয়ে মোট চার স্পিনার নিয়ে মাঠে নামতেও যে ইংল্যান্ড দল কুণ্ঠা করবে না, সেই কথাই জানিয়ে দিলেন ম্যাকালাম।
ইংল্যান্ড কোচ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, 'ও (বশির) আমাদের সঙ্গে দুবাইয়ের ক্যাম্পে ছিল এবং নিজের দক্ষতায় আমাদের সকলকেই প্রভাবিত করেছে। গোটা গ্রুপের সঙ্গে খুব ভালভাবেই মিলে মিশে গিয়েছে এবং টম হার্টলির মতো প্রথম শ্রেণির ক্রিকেট খেলারও অল্পস্বল্প অভিজ্ঞতা রয়েছে ওর। তবে ওর দক্ষতা এখানে আমাদের সাহায্য করবে বলে আমাদের মনে হয়েছে। একদম ঠিকঠাক সময়ে ও চলেও এসেছে। সবাই ওকে মন খুলে স্বাগত জানিয়েছে। পরের টেস্ট ম্যাচে ও কিন্তু সুযোগ পাওয়ার দৌড়ে রয়েছে। যদি পিচে প্রচুর স্পিন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমরা চার স্পিনার নিয়ে মাঠে নামতেও পিছপা হব না।'