Ponting On Maxwell: খুব তাড়াতাড়ি হয়ত ম্যাক্সওয়েলকে ফের টেস্ট দলেও দেখতে পাব: পন্টিং
Glenn Maxwell: বিশ্বকাপের মঞ্চেই দ্বিশতরানের ইনিংস খেলেছেন। এরপর ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও শতরান হাঁকিয়ে দলকে সিরিজ হারের মুখ দেখে বাঁচিয়ে দিয়েছেন।
সিডনি: স্বপ্নের ফর্মে রয়েছেন। বিশ্বকাপ (World Cup 2023) জিতেছেন দেশের জার্সিতে। আফগানিস্তানের (Afganistan) বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চেই দ্বিশতরানের ইনিংস খেলেছেন। এরপর ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও শতরান হাঁকিয়ে দলকে সিরিজ হারের মুখ দেখে বাঁচিয়ে দিয়েছেন। গত দেড় মাস গ্লেন ম্যাক্সওয়েলের জন্য যেন সোনায় সোহাগা সময়। এবার তাঁকে নিয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। বিধ্বংসী এই ব্যাটারকে এবার ফের টেস্ট ফর্ম্যাটে দেখতে চান পন্টিং। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''আমি ম্যাক্সওয়েলকে টেস্টের স্কোয়াডেও এবার দেখতে চাই। বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে যে পরিস্থিতিতে ২০১ রানের ইনিংস খেলেছে, তা সত্যিই অবিশ্বাস্য। আমি অনেক ক্রিকেট খেলেছি। অনেক ক্রিকেট দেখেছি। অনেক ভাল ইনিংস দেখেছি। কিন্তু ম্যাক্সওয়েলের সেই ইনিংসটি লাইফটাইম। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা। আশা করি টেস্টে ফের সুযোগ পেলেও ও এই ফর্ম্য়াটেও এবার সাফল্য পাবে।'' উল্লেখ্য, ২০১৭ সালে ভারতের বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেছিলেন এই তারকা অজি অলরাউন্ডার।
২০১৩ সালে টেস্টে অভিষেকের পর থেকে ২০১৭ সাল পর্যন্ত টেস্টে জাতীয় দলের জার্সিতে ৭টি ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। ১৪ ইনিংসে ৩৩৯ রান করেছেন ২৬ গড়ে। ব্যক্তিগত সর্বোচ্চ ১০৪। গড় ২৬ এর ওপর। টেস্টে মোট ৮ উইকেটও নিয়েছেন তিনি। তবে ধারাবাহিক পারফর্ম না করতে পারায় টেস্টের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল ৩৫ বছরের এই তারকা ক্রিকেটারকে। তবে ফের যেভাবে প্রতি ম্য়াচেই ম্য়াক্সওয়েলের ব্যাট জ্বলে উঠছে, তাই পন্টিং চাইছেন অজি টেস্ট স্কোয়াডে ম্যাক্সওয়েলকে ফেরানোর এটাই সেরা সময়।
পায়ে ক্র্যাম্প , অসহ্য গরম। ঠিকভাবে ক্রিজে দাঁড়াতেই পারছিলেন না। একাধিকবার ফিজিও ছুটে আসেন মাঠে। তবে তা সত্ত্বেও হাল ছাড়েননি তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়াংখেড়েতে বিশ্বকাপের মঞ্চে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ইনিংসগুলির মধ্যে একটি খেলেন গ্লেন ম্যাক্সওয়েল।
ম্যাক্সওয়েলের মহাকাব্যিক ইনিংসে এদিন একগুচ্ছ রেকর্ড ভাঙেন। প্রথম অস্ট্রেলিয়ান ব্যাটার হিসাবে ম্যাক্সওয়েল ওয়ান ডেতে দ্বিশতরান হাঁকালেন। বিশ্বকাপের ইতিহাসে এটা অস্ট্রেলিয়ান সর্বোচ্চ স্কোর তো বটেই, বিশ্বকাপের দ্রুততম দ্বিশতরানও বটে। ১২৮ বলে ডাবল সেঞ্চুরি হাঁকান ম্যাক্সওয়েল। ম্য়াক্সওয়েসই প্রথম ব্যাটার যিনি ওপেন না করেও দ্বিশতরান হাঁকালেন। ওয়ান ডে ইতিহাসে পাঁচ বা তার নীচে কোনও ব্যাটারের এটি সর্বকালের সর্বোচ্চ রানের ইনিংস। বিশ্বকাপে এটি তাঁর তৃতীয় শতরান। মেগা টুর্নামেন্টে পাঁচ বা তার নীচে নেমে আর কোনও ব্যাটারের এতগুলি শতরান করার কৃতিত্ব নেই।